1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

রাঙ্গামাটিতে গতি থিয়েটারের ‘শিকারী’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫
  • ১৮২ Time View

‘গতি থিয়েটার’ ২০০৯ সালের ২২মে থেকে যাত্রা শুরু করে বাংলাদেশে নিয়মিত মঞ্চনাটক ও 11পথনাটক পরিবেশন করে আসছে। নাটক মঞ্চায়নের পাশাপাশি ২০১১ সালের মে মাসে গতি নিজস্ব ষ্টুডিও থিয়েটার প্রতিষ্ঠা করে। সেখানে তারা নানান এক্সপেরিমেন্টাল প্রযোজনা নির্মাণ করেই থেমে থাকেনি; আয়োজন করেছে বিভিন্ন নাট্য উৎসবের।
সে সব উৎসবে তাদের সাথে একাত্ম হয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ম হামিদ, গোলাম কুদ্দুস, ঝুনা চৌধুরী, মীনু হক, মলয় ভৌমিক, মেজবা রহমান, আহমেদ গিয়াস, মিজানুর রহমান, ফয়েজ জহির, জাহিদ রিপন প্রমুখ। নিয়মিত নাট্যচর্চার স্বীকৃতি স্বরূপ ২০১৪ সালে ’বাংলাদেশ পথনাটক পরিষদ’ ’গতি থিয়েটার’কে সদস্যপদ প্রদান করে।
গতি তার স্বকীয়তা ও গতিময়তার জন্য ইতমধ্যেই দর্শক মহলে নিজস্ব একটি অবস্থান তৈরী করে নিয়েছে। এ বছর তারা দেশের বিভিন্ন জেলায় নিজেদের নাটক প্রদর্শনের পরিকল্পনা গ্রহন করেছে। গতি থিয়েটারের প্রধান সম্পাদক মনি পাহাড়ী বলেন- ’রাঙ্গামাটিতে একটা সময়ে নাটকের চর্চা নিয়মিত থাকলেও বর্তমানে তা স্তিমিত প্রায়। কিন্তু এখানকার দর্শক সব সময়ই নাটক দেখার জন্য আকুল হয়ে থাকে। নানান বাস্তবতায় বিশেষ করে পৃষ্টপোষকতার অভাবে নিয়মিত নাটক করা সম্ভব হয় না। নাট্যমোদী দর্শকের কথা বিবেচনা করে দলের নিজস্ব অর্থ ব্যয়ে ও রাঙ্গামাটির সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ এবং প্রশাসনের সহায়তায় রাঙ্গামাটিতে মঞ্চস্থ করতে যাচ্ছি আমাদের ১০ম প্রযোজনা ‘শিকারী’। ঢাকার মত রাঙ্গামাটিতেও নাটকটি সাড়া ফেলবে বলে আশা করি’।
‘শিকারী’র প্রিমিয়ার হয় ঢাকার শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হল এ। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন আশিক সুমন। নাটকটি ২৭.১০.২০১৫ তারিখ, মঙ্গলবার, রাঙ্গামাটির ভেদভেদীতে অবস্থিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে সন্ধ্যা ০৬টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ