1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

মাহিয়া মাহির নতুন নায়ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫
  • ১৭৭ Time View

এবার নবাগত নায়ক আসিফের সঙ্গে জুটিবদ্ধ হয়ে নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করতে 10যাচ্ছেন সময়ের শীর্ষ নায়িকা মাহিয়া মাহি। রফিক-উজ-জামানের লেখা গল্পে চলচ্চিত্রটি নির্মাণ করবেন গুণী চলচ্চিত্র পরিচালক মালেক আফসারী। তবে এখনও চলচ্চিত্রের নাম চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পরিচালক। তিনি জানান, গল্পে আসিফের সঙ্গে মাহিয়া মাহিকেই পর্দায় সবচেয়ে বেশি মানাবে বলে তাকে চূড়ান্ত করেছি। গতকাল রাতে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে প্রযোজনা সংস্থা ‘আইকন এন্টারটেইনমেন্ট’ এবং নায়ক, নায়িকা ও পরিচালকের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। নতুন চ্যালেঞ্জ নিয়ে নতুন প্রযোজনা সংস্থা আসিফ ও মাহিকে দর্শকদের সামনে নিয়ে আসবে। পরিচালক জানান, আসছে নভেম্বরেই নাম ঠিক না হওয়া এই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।
এদিকে আসিফ বর্তমানে ব্যস্ত রয়েছেন তার অভিনীত প্রথম চলচ্চিত্র এসএ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’-এর শেষভাগের শুটিং নিয়ে। এতে তার বিপরীতে আছেন আইরিন। অন্যদিকে মাহিয়া মাহি ব্যস্ত আছেন মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং নিয়ে। এছাড়া, আসছে জানুয়ারিতে শুরু হবে দীপঙ্কর দীপনের নির্দেশনায় আরিফিন শুভর বিপরীতে ‘ঢাকা এ্যাটাক’ চলচ্চিত্রের শুটিং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ