1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

আরফিন রুমির ব্যস্ততা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫
  • ১৯৬ Time View

জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক আরফিন রুমি নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। 13বিশেষ করে গত ১৫ দিনে পুরোপুরি স্টুডিওবন্দি হয়ে গানের কাজ করছেন তিনি। এরই মধ্যে বেশ কিছু নতুন গান তৈরি করেছেন রুমি। এর বাইরে কেবল বড়মাপের স্টেজ শোগুলোতেই অংশ নিচ্ছেন। এখন তার বাইরে অন্য কাজ করছেন না বললেই চলে। বর্তমানে নিজের নতুন এককসহ বিভিন্ন অ্যালবামের কাজ করছেন এ তারকা। তবে গানের ক্ষেত্রে এবার এক্সপেরিমেন্ট বেশি করছেন। গান গড়ছেন আবার ভাঙছেন। রুমির নতুন গানগুলোর মূল বৈশিষ্ট্য হচ্ছে অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রের অধিক ব্যবহার। এর আগেও আধুনিক প্রযুক্তির সঙ্গে অ্যাকুস্টিক যন্ত্রের মাধ্যমেই সব সময় কাজ করে আসছেন তিনি। কিন্তু তার এবারের গানগুলোতে অ্যাকুস্টিক যন্ত্রের ব্যবহার বেশি শোনা যাবে। গানের সুর ও সংগীতায়োজনেও ভিন্নতা আনছেন। রোমান্টিক মেলোডি, সফট রক, রক এসব ধরনের গানই করছেন তিনি। এ বিষয়ে আরফিন রুমি বলেন, আমি প্রযুক্তির পক্ষে। কিন্তু অ্যাকুস্টিক যন্ত্রও আমি সব সময় ব্যবহার করে থাকি। বাঁশি, বেহালা, তবলা, ঢোলসহ দেশীয় যন্ত্রের ব্যবহার করতে আমার ভাল লাগে। এবার বেশির ভাগ গানেই অ্যাকুস্টিক যন্ত্র ব্যাবহারের চেষ্টা করছি। গানের আবেদনকে আসলে অ্যাকুস্টিক যন্ত্র হাজার গুণে বাড়িয়ে দেয়। আশা করছি এবারের গানগুলো শ্রোতাদের মনে অন্যরকম দাগ কাটবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ