কানাডায় কনজারভেটিভ পার্টির ১০ বছরের রাজত্বের অবসান ঘটতে চলেছে ১৯
অক্টোবরের জাতীয় নির্বাচনে। ৩৩৮টি আসনের মধ্যে ১৮৫টি আসনে বিজয়ী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। আর ১০৩টি আসনে জয়ী হয়ে কনজারভেটিভ পার্টি বিরোধী আসনে। ৩৯টি আসন নিয়ে তৃতীয় স্থানে এনডিপি। লিবারেল পার্টি একক দল হিসেবে সরকার গঠন (১৭০টি আসন প্রয়োজন) করতে চলেছে। লিবারেল পার্টি সত্যিকার অর্থে মধ্যবর্তী শ্রেণীর কানাডীয়দের জীবনে একটি ভিন্নতা সৃস্টি করবে নতুন চাকরি সংস্থান, অর্থনৈতিক সমৃদ্ধি ও সবার ঐক্যবদ্ধতার মাধ্যমে- এই বার্তা নিয়ে লিবারেল পার্টি সত্যিকারের পরিবর্তনের জোয়ার তোলে। এদিকে, টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা স্টিফেন হার্পার (৫৬) এ যাত্রায় হোঁচট খেলেন। তাকে হটিয়ে প্রধানমন্ত্রীর আসনে বসতে যাচ্ছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো (৪৩) হতে চলেছে কানাডার ২৩তম প্রধানমন্ত্রী।