1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

মাহমুদ আব্বাসকে জন কেরির হুঁশিয়ারি!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫
  • ১৩৪ Time View

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জেরুজালেমে ক্রমবর্ধমান উত্তেজনার 5মধ্যে ইসরাইলের বিরুদ্ধে সহিংসতা উস্কে না দিতে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসকে হুঁশিয়ার করে দিয়েছেন।
সাম্প্রতিক সময়ে সেখানে সহিংসতা শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র বারবার উভয় পক্ষকে ধৈর্য ধরার আহবান জানালেও এই ১মবারের মতো স্পষ্টভাবে আব্বাসকে লক্ষ্যকরে কেরি এনপিআর নিউজকে বলেন, ‘ সংঘাতের পক্ষে কোন অজুহাত থাকতে পারে না। হতাশার কারণে সহিংসতা এটা মেনে নেয়া যায় না। এটা ঘটা উচিৎ না । ফিলিস্থিনি নাগরিকদের তা উপলব্ধি করা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট আব্বাস যেকোন ধরনের সহিংস ঘটনার বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন। এ ধরণের ঘটনায় তার দৃঢ় ও স্পষ্টভাবে নিন্দা জানানো উচিত। সহিংসতাকে উস্কে দিতে পারে এমন ঘটনাকে উৎসাহিত করা তার পক্ষে উচিৎ হবে না। তবে অনেক সময় তাকে এ ধরণের ঘটনাকে উস্কে দিতে দেখা গেছে। এটা বন্ধ করতে হবে।’
জেরুজালেমে ২ সপ্তাহের ক্রমবর্ধমান সহিংসতায় ইসরাইলের অনেক বেসামরিক নাগরিক ছুরিকাঘাতে প্রাণ হারায় এবং নিরাপত্তা বাহিনীর অভিযানে অনেক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়।
আব্বাস এসব হামলার ঘটনাকে সরাসরি সমর্থন না করলেও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়ে সহিংসতাকে উস্কে দেয়ায় তাকে অভিযুক্ত করেন।
কেরি জানান, আগামী কয়েক দিনের মধ্যে তার এ অঞ্চল সফরের পরিকল্পনা রয়েছে। খবর রয়েছে যে, তিনি জডার্নে নেতানিয়াহু ও আব্বাসের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করতে পারেন। বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ