1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

আসাদকে রক্ষায় সিরিয়ায় সৈন্য পাঠাতে প্রস্তুত ইরান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫
  • ১৩৭ Time View

প্রেসিডেন্ট বাশার-আল আসাদকে রক্ষার স্বার্থে ইরান তাদের প্রধান মিত্র রাষ্ট্র হিসেবে দামেস্ক 12অনুরোধ করলে সিরিয়ায় সৈন্য পাঠাতে প্রস্তুত রয়েছে। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা যুদ্ধ-বিধ্বস্ত দেশটি সফরে গিয়ে বৃহস্পতিবার এ কথা বলেছেন। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান আলেএদিন বরুজারদি বলেন, সিরিয়া যদি (ইরানের বাহিনীর জন্য) অনুরোধ জানায় আমরা তা বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেব। তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে কঠোর। তিনি আরও জানান, আমরা সিরিয়া ও ইরাকে অস্ত্র, সাহায্য ও উপদেষ্টা পাঠিয়েছি।
ইরান প্রেসিডেন্ট বাশার-আল আসাদের প্রধান মিত্র। ২০১১ সালের মার্চ মাস থেকে আসাদ বিরোধী যুদ্ধে ইরান তাকে সহায়তা করে আসছে। সিরিয়ার সামরিক সূত্রের তথ্য অনুসারে সম্প্রতি সিরিয়ার লাতাকিয়া প্রদেশের উপকূলীয় সামরিক বিমানবন্দরে বেশ কিছুসংখ্যক ইরানি সৈন্য এসে পৌঁছেছে। তারা আসাদের সৈন্যদের সহায়তায় ইরানের জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা ও তেহরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে যোগ দেবে।
আসাদের আরেক মিত্র রাশিয়া ৩০ সেপ্টেম্বর থেকে বিমান হামলার মাধ্যমে সিরিয়াকে সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে। বরুজারদি বৃহস্পতিবার রাশিয়ার বিমান হামলার দিকে ইঙ্গিত করে বলেন, সিরিয়ায় একটি রাজনৈতিক সমাধান ও শান্তি প্রতিষ্ঠা করতে সেখানে সামরিক অভিযান চলছে। বরুজারদি বৃহস্পতিবার সকালে আসাদের সঙ্গে সাক্ষাৎ করে আসাদ সরকারের প্রতি ইরানের অব্যাহত সমর্থনের কথা ব্যক্ত করেন। মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশনের সমালোচনা করে তিনি বলেন, বিলিয়ন ডলার খরচ হলেও গত বছর থেকে সিরিয়ায় তাদের চালিয়ে যাওয়া বিমান হামলা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ