1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ময়মনসিংহ বিভাগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫
  • ১৪১ Time View

আনুষ্ঠানিকভাবে দেশের ৮ম বিভাগ হিসেবে যাত্রা শুরু করল জেলা ময়মনসিংহ। রাষ্ট্রপতি 1মো. আব্দুল হামিদরে আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা-২-এর প্রজ্ঞাপনে সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী স্বাক্ষরিত এক গেজেটের মাধ্যমে আজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হলো বিভাগটি। এই বিভাগের মধ্যে ৪টি জেলা রাখা হয়েছে। জেলাগুলো হচ্ছে- ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা।
প্রসঙ্গত ময়মনসিংহ বিভাগ হিসাবে গত ১৪ সেপ্টেম্বর নিকারের বৈঠকে অনুমোদন পায়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ বিভাগের ঘোষণা দেন। এর আগে গত ২৬ জানুয়ারি, ২০১৫ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনার সাথে টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলা রেখে ময়মনসিংহ বিভাগ গঠনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। তবে চূড়ান্ত অনুমোদনে টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলাকে ঢাকার সঙ্গেই রাখা হয়। ময়মনসিংহ বিভাগ হওয়ার আগ পর্যন্ত ঢাকা বিভাগে জেলা ছিল ১৭টি। নতুন বিভাগ হওয়ায় এখন ঢাকা বিভাগে রয়েছে ১৩টি জেলা।
নবগঠিত এ বিভাগের আয়তন হবে ১৩ হাজার ৬৩১.১২ বর্গকিলোমিটার। ঢাকা বিভাগকে ভেঙে নবগঠিত ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার মধ্যে রয়েছে মোট ২৪টি আসন, উপজেলা ৩৫টি, থানা ৩৭টি, পৌরসভা ২৬টি, ইউনিয়ন ৩৫২টি এবং গ্রাম ৭ হাজার ৩০টি। ময়মনসিংহে ১ কোটি ১৪ লাখ ৭০ হাজার ৪৭ জনসংখ্যা রয়েছে। এছাড়া এ বিভাগে জনসংখ্যার ঘনত্ব ১ হাজার ১০ জন প্রতি বর্গ কিলোমিটার। আয়তনে সবচেয়ে বড় জেলা ময়মনসিংহ (৪,৩৯৪.৫৭ বর্গ কি.মি.) এবং আয়তনে সবচেয়ে ছোট জেলা- শেরপুর (১,৩৬৪.৬৭ বর্গ কি.মি.)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ