ঢালিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম কলকাতার নায়ক সোহমের বিপরীতে অভিনয়
করেছেন। আর এ ছবির মাধ্যমেই কলকাতায় অভিষেক হচ্ছে তার। আগামী মাসে কালীপূজায় মুক্তি পাবে মিম অভিনীত ‘ব্ল্যাক’। উৎসব উপলক্ষে একই দিন দুই বাংলায় এটি মুক্তি পেতে যাচ্ছে। যৌথ প্রযোজনার ছবিটি কলকাতার রাজা চন্দ ও ঢাকার কিবরিয়া লিপুর যৌথ পরিচালনায় নির্মিত হয়েছে। গতকাল ছবিটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। এর পরিবেশনার দায়িত্বে থাকছে ভায়াকম এই টিন মোশন পিকচার্স ও দাগ ক্রিয়েটিভ মিডিয়া। প্রযোজনায় কিবরিয়া ফিল্মস ও দাগ ক্রিয়েটিভ মিডিয়া।
ছবিটি নিয়ে বেশ আশাবাদী মিম। তিনি বলেন, কাজ করে যতটুকু বুঝেছি, খুব ভালো একটি ছবি হয়েছে।
এদিকে ‘ব্ল্যাক’ দুই বাংলার ছবি হলেও এর পোস্টারে বাংলাদেশি পরিচালক কিবরিয়া লিপুর নাম নেই। নেই তার প্রতিষ্ঠানের নামও। সাম্প্রতিক অতীতের যৌথ প্রযোজনার অন্যান্য ছবির মতোই ‘ব্ল্যাক’ও বিতর্ক নিয়ে মুক্তির আলোয় আসছে।