1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন

রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতেই এমএইচ-১৭ বিধ্বস্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫
  • ১২৪ Time View

গত জুলাইয়ে ইউক্রেনের ওপর দিয়ে উড়ার সময় বিধ্বস্ত হওয়া মালয়েশিয়ান এয়ারলাইনসের 7বোয়িং বিমানটি রাশিয়ায় তৈরি ক্ষেপণাস্ত্রের আঘাতেই ধ্বংস হয়েছিল বলে নিশ্চিত করেছে এ সংক্রান্ত প্রথম সরকারি তদন্ত রিপোর্ট। ডাচ সেফটি বোর্ডের প্রধান টিবে জুস্ট্রা এ রিপোর্ট উপস্থাপন করেন।
গত বছর ১৭ই জুলাই নেদারল্যান্ডসের আমস্টার্ডাম শহর থেকে কুয়ালালামপুর যাবার পথে বিধ্বস্ত হয় বোয়িং ৭৭৭ বিমানটি। এর ২৯৮ জন আরোহীর অধিকাংশই ছিলেন ডাচ নাগরিক।
যুদ্ধবিক্ষুব্ধ পূর্ব ইউক্রেনের ওপর দিয়ে উড়ার সময় একটি সোভিয়েত বিইউকে মিসাইলের আঘাতে বিমানটি বিধ্বস্ত হয় বলে বলছে তদন্ত রিপোর্ট।
ঘটনার পরপরই পশ্চিমা দেশগুলো এবং ইউক্রেন অভিযোগ করেছিল যে রাশিয়া-সমর্থিত বিদ্রোহীরাই বিমানটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কিন্তু রাশিয়া দাবি করে যে ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকা থেকেই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল।
সরকারি এই তদন্ত রিপোর্টে অবশ্য কারা ওই ক্ষেপণাস্ত্রটি ছুড়েছিল তা নিয়ে সুনির্দিষ্ট কাউকে দোষারোপ করা হয়নি। তবে বলা হয়, যাত্রবাহী বিমানের জন্য ওই সংঘাতপূর্ণ এলাকাটির আকাশসীমা বন্ধ করে দেয়া উচিত ছিল, যা ইউক্রেন করেনি।
একটি রুশ ক্ষেপণাস্ত্র-নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান বলছেন, ১৯৮৬ সালের আগে তৈরি ক্ষেপণাস্ত্রটি ২৫ বছরের বেশি পুরোনো হওয়ায় তা রাশিয়ার ব্যবহারের অযোগ্য ছিল।
রিপোর্টে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি আঘাত করার সঙ্গে সঙ্গেই সম্ভবত বিমানের আরোহীরা সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন, তাই তারা হয়তো কোন যন্ত্রণা অনুভব করার আগেই মারা গেছেন। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ