চিত্রনায়িকা আঁচল গতকাল থাইল্যান্ডের ব্যাংককে পৌঁছেছেন। সেখানে তিনি শামীম আহমেদ
রনির ‘মেন্টাল’ ছবির একটি গানের শুটিংয়ের অংশ নেবেন। এতে তিনি শাকিব খানের বিপরীতে একটি গানের দৃশ্যে শুটিং করবেন। শুটিং শেষে আগামী ১৩ অক্টোবর দেশে ফিরবেন আঁচল। এ প্রসঙ্গে শামীম আহমেদ জানান, গত ৬ অক্টোবর থেকে ব্যাংককের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হয়েছে। বর্তমানে শাকিব খান ও তিশার শুটিং চলছে। এবার আঁচলের শুটিং শুরু হবে।
উল্লেখ্য, এর আগে আঁচল শাকিব খানের বিপরীতে ‘ফাঁদ’ ছবিতে অভিনয় করেছেন।