1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

তুরস্কে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০১৫
  • ১৬১ Time View

তুরস্কের সরকার বলছে আংকারায় সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৯৫ জন। আর ২০০ বেশি মানুষ ভয়াবহ ঐ হামলায় আহত হয়েছেন। তুরস্কের প্রধানমন্ত্রী ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এই হামলার হতাহতরা বেশির ভাগি কুর্দি সমর্থিত এইচডিপি পার্টির সমর্থক, তারা এই হামলার জন্য ASDFfdSAFসরকারকেই দায়ী করছে।
বিস্ফোরণ দুটি ঘটে শহরের কাছে সেন্ট্রাল রেল স্টেশনের কাছে। বামদল গুলোর আয়োজনে সভায় যখন মানুষজন জড়ো হচ্ছিল ঠিক তখনই এই জোড়া বিস্ফোরণ হয়।
বলা হচ্ছে তুরস্কে এই ধরনের ভয়াবহ হামলা এর আগে হয়নি। প্রধানমন্ত্রী আহমেত ডাভুটোগু দেশটিতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
তিনি বলেছেন, এই হামলা ২ জন আত্মঘাতী হামলাকারী ঘটিয়েছেন সেটার প্রমাণ তাদের রয়েছে।
প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান বলেছেন দেশটির পার্লামেন্টারি নির্বাচনের ৩ সপ্তাহ আগে এই হামলা বলে দেয়ে এটা একটা সন্ত্রাসী-কার্যক্রম। তিনি তুর্কমেনিস্তানে তার নির্ধারিত সফর বাতিল করেছেন।
তুরস্কের সরকার এবং পিকেকে গ্রুপের মধ্যে যে সংঘর্ষ হচ্ছে সেটা সমাপ্তির দাবি জানিয়ে বামদলগুলো ঐ সভার আয়োজন করে।
স্থানীয় সময় দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ছিল কিন্তু সকাল ১০টার দিক যখন মানুষজন সভাস্থলে আসতে শুরু করে তখনি বিস্ফোরণ দুটি হয়।
কুর্দি সমর্থিত এইচডিপি পার্টি ছিল ঐ সভায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে একটি। তারা একটি বিবৃত্তিতে জানিয়েছে তারা বিশ্বাস করে দলটির সদস্যরাই ঐ হামলার লক্ষ্যবস্তু ছিল। হামলার জন্য দলটি সরকারকে দায়ী করছে এবং আসন্ন নির্বাচন সম্পর্কিত সব সভা বাতিল করেছে।
মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের ঘনিষ্ঠ বন্ধু এই তুরস্ক রাষ্ট্রটি রাজনৈতিক অস্থিরতা, অর্থনীতি, পিকেকে’র সাথে সংঘর্ষ, ইসলামিক স্টেটের হুমকি এবং ২০ লক্ষ শরণার্থী সমস্যা নিয়ে হিমশিম খাচ্ছে। এর মধ্যে আংকারাতে এই হামলা সংকেত দিচ্ছে তুরস্ককে একটা অন্ধকার সময় এখন মোকাবেলা করতে হচ্ছে। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ