1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

১৬ বার পোশাক বদলান মোদী, দাবি রাহুলের!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫
  • ১৪০ Time View

আমেরিকায় গিয়ে ১৬ বার পোশাক বদল করেন নরেন্দ্র মোদী। একটা স্যুট পরেই গায়ে তুলে as45a6w8iaনেন অন্যটা। তাঁর জামাকাপড় কখনও সবুজ, কখনও হলুদ, নীল আবার কোনও সময়ে গোলাপি পোশাকে দেখা যায় তাকে…। বিহার ভোটের উত্তাপ বাড়াতে এ ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন রাহুল গাঁন্ধী। পটনা থেকে প্রায় ১২০ কিলেমিটার দূরে বিহারের শেখপুরাতে জনসভা করেন রাহুল। এ দিনও মোদী সরকারকে ‘স্যুটবুটের সরকার’ বলে তাঁর মন্তব্য, ‘আমি মোদী সরকারকে স্যুটবুটের সরকার বলার পর থেকে প্রধানমন্ত্রী স্যুট পরা ছেড়ে দিয়েছেন।’ আজ বেগুসরাই ও শেখপুরার দুই সভাতেই রাহুল মোদীর পোশাক ও বিদেশ সফর নিয়ে সরব হয়েছেন। ভোটারদের সামনে মোদীর জামাকাপড় নিয়ে রাহুলের কটাক্ষ, ‘নীতীশ কুমারকে দেখুন, উনি সব সময়ে সাদা পোশাকেই থাকেন!’ মোদীর আমেরিকা সফরে তথ্যপ্রযুক্তি জগতের শীর্ষকর্তাদের সঙ্গে তার বৈঠকে প্রসঙ্গ টেনে রাহুল বলেন, ‘‘ছেঁড়া পোশাক পরা চাষি কিংবা শ্রমিকদের সঙ্গে আপনারা প্রধানমন্ত্রীকে কখনও দেখেছেন কি?’’ তবে কংগ্রেস সহ সভাপতি গরম বক্তৃতা দিলেও এ দিন জনসভায় লোক টানতে ব্যর্থ হয়েছেন। তা নিয়ে চিন্তিত স্থানীয় কংগ্রেস নেতারা। তাদের অভিযোগ, মহাজোটের তরফে এমন সব জায়গায় কংগ্রেসকে আসন দেওয়া হয়েছে, যেখানে জেতার সম্ভাবনা খুবই কম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ