রাশিয়া সিরিয়ায় বিমান হামলা চালাতে গিয়ে তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় হুঁশিয়ার
করেছে ন্যাটো (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন)। আর টানা দু’বার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে তুর্কি প্রশাসন দ্বিতীয়বারের মতো রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে। তুর্কি সরকার জানিয়েছে, রুশ বিমান গত শনিবার প্রথমবারের মতো আকাশসীমা লঙ্ঘন করে। এরপর গত রবিবারও একই ঘটনা ঘটে। খবর বিবিসি ও আলজাজিরার।
এদিকে তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের প্রেক্ষিতে ন্যাটোর সব সদস্য রাষ্ট্র গত সোমবার জরুরি বৈঠকে বসে। তাতে ২৮ রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে রাশিয়াকে এধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ থেকে বিরত থেকে ভয়াবহ বিপদ এড়াতে হুঁশিয়ার করা হয়। একই সাথে উত্তেজনা নিরসনেরও আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়া সিরিয়ায় বিরোধী পক্ষ ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে। তবে রাশিয়ার দাবি, তারা আইএস (ইসলামিক স্টেট) ও অন্যান্য ইসলামপন্থী বিদ্রোহীদের ওপর বিমান হামলা পরিচালনা করছে।
এ বিষয়ে তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দভুতগলু বলেছেন, তুর্কি সামরিক বাহিনীকে স্পষ্টভাবে বলে দেয়া হয়েছে, যদি কোনো পাখিও উড়ে যায় সেটাকেও যেন আটকানো হয়। একই সাথে তিনি সিরিয়া ইস্যু তুরস্ক-রাশিয়া সঙ্কট সৃষ্টি করবে না বলেও উল্লেখ করেন। অবশ্য এর আগে তিনি জানিয়েছিলেন, রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে তাদের যুদ্ধবিমান ভুলক্রমে তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে।