সার্কভূক্ত দেশ সমুহের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এবারের কনভেনশন হবে নেপালের
কাঠমুন্ডতে। সার্ক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরামের (এসডিইএফ) এ কনভেনশনে জাতিসংঘ ঘোঘিত টেকসই উন্নয়নে প্রকৌশলীদের করণীয় সম্পর্কে আলোচনা হবে। আগামী ৭ থেকে ১০ অক্টোবর এসডিইএফ’র ৪ দিনব্যাপী এ কনভেনশন অনুষ্ঠিত হবে বলে আজ সোমবার কাকরাইলের আইডিইবি ভবনে এক সংবাদ সম্মেলনে এসডিইএফর সেক্রেটারি জেনারেল ও আইডিইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শামসুর রহমান জানিয়েছেন। এ ময় সংবাদ সম্মেলনের লিখিত পাঠ করছিলেন তিনি। কনভেনশনে স্বাগতিক নেপাল ছাড়াও সার্কভুক্ত বাংলাদেশ, শ্রীলংকা, ভারত, ভূটান, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপের প্রতিনিধিরা যোগদান করবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৮ অক্টোবর স্থানীয় সময় সকাল ৯ টায় কাঠমুন্ডের প্রাজ্ঞভবনে এবারের সার্ক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরাম, এসডিইএফর ৪ দিনব্যাপী কনভেনশন- ১৫ ও ১৪তম এপেক্স বডির এ সভা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নেপালের মহামান্য রাষ্ট্রপতি ড. রাম বরন উদেব। সম্মেলনের এবারের প্রতিপাদ্য নির্বাচন করা হয়েছে- ‘অর্থনৈতিক উন্নয়নের জন্য অবকাঠামো’। অনুষ্ঠানে নেপাল সরকারের ভৌত অবকাঠামো ও পরিবহন মন্ত্রী বিমেলান্দু নিধি ও সার্ক মহাসচিব অর্জুন বাহাদুর থাপা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
১০টি কর্মঅধিবেশনে বিভক্ত সম্মেলনে ‘প্রকৌশল মান ও শিক্ষা’ ‘অবকাঠামো প্রকল্পে মাননিয়ন্ত্রণ’ ‘উন্নয়নে নারীর ক্ষমতায়ন’ ‘পরিবর্তন প্রেক্ষাপটে প্রকৌশল’ ‘ভূমিকম্প প্রতিরোধক প্রযুক্তি ও ধ্বংস এবং ধ্বংসাবশেষ ব্যবস্থাপনা’ বিষয়ক পৃথক ৫টি কারিগরি পর্ব অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞগণ বর্ণিত বিষয়ে পৃথক অধিবেশনে গবেষণাপত্র উপস্থাপন করবেন এবং নেপাল সরকারের মন্ত্রী, উর্দ্ধতন কর্মকর্তা, স্বনামধন্য প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেবেন।
এছাড়া সম্মেলনে বাংলাদেশের পক্ষে আইডিইবির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ফজলুর রহমান ‘আঞ্চলিক বিদ্যুৎ গ্রিড উন্নয়ন’ শ্রীলংকার পক্ষে ইঞ্জিনিয়ার এইচ বি দয়ারতেœ ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষার প্রাসঙ্গিক বিষয়’ ভারতের পক্ষে ইঞ্জিনিয়ার শিবান্দ হুগার ‘আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক পৃথক তিনটি কী নোট পেপার উপস্থাপন করবেন। সম্মেলনের একটি পর্বে এসডিইএফ মহিলা বিষয়ক কমিটির বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে।
৯ অক্টোবর স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নেপাল সরকারের পররাষ্ট্রমন্ত্রী মাহেন্দ্র বাহাদুর পান্ডে। এ অধিবেশনে কাঠমুণ্ডু ঘোষণা গ্রহণের মধ্যদিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। যা পরবর্তী কনভেশন পর্যন্ত এসডিইএফ কার্যক্রম পরিচালনায় দিকনির্দেশনা হিসাবে কাজ করবে এবং গৃহীত সুপারিশ বাস্তবায়নের মধ্যদিয়ে সার্কভুক্ত দেশের ১৮০ কোটি মানুষের কল্যাণ বয়ে আসবে বলে সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করা হয়।