জম্মু-কাশ্মীরের হাইকোর্ট গো-মাংস বিক্রি বন্ধের যে নির্দেশ দিয়েছিল তার ওপর স্থগিতাদেশের
নির্দেশ দিল শীর্ষ আদালত৷ জম্মু কাশ্মীরের হাইকোর্টের আদেশের ওপর একটি রিট পিটিশন দাখিল করা হয়েছিল সুপ্রিম কোর্টে৷ সেই রিট পিটিশনের শুনানির শেষ দিন শীর্ষ আদালত গো-মাংস বিক্রি নিষেধের ওপর দু’মাসের স্হগিতাদেশের নির্দেশ দেয়৷
মাস খানেক আগে জম্মু-কাশ্মীর হাইকোর্ট রাজ্যে গো-মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে৷ পাশাপাশি গবাদি পশু হত্যা আইন বাতিলের নির্দেশ দেয়৷ জন্মু কাশ্মীর হাইকোর্টের এই পরস্পরবিরোধী ও বিভ্রান্তিকর আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করা হয়৷ সেই পিটিশনের শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, জম্মু কাশ্মীর হাই কোর্টের এই পরস্পরবিরোধী আদেশের ফলে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তা সমাধানের জন্য তিন বিচারকের এক বেঞ্চ তৈরি করা হল৷
শীর্ষ আদালতের এই রায়ের পরিপ্রেক্ষিতে এক সরকারি আধিকারিক জানিয়েছেন, সুপ্রিম কোর্ট পুরো বিষয়টি দেখছে৷ হাই কোর্টের রায়ে গবাদি পশু আইনের প্রয়োগ নিয়ে সরকার সঙ্কটে পড়েছে৷ সুপ্রিম কোর্টের এই নির্দেশে স্থিতাবস্থা বজায় থাকল।