সেলফি তোলার জন্য এখন পর্যন্ত কতজনই না প্রাণ হারিয়েছেন। তারপরও সেলফিকে বাদ দিচ্ছেন না কেউই। কিন্তু সোফিয়া ভারগারা বলছেন, তিনি নাকি সেলফি তোলাই পছন্দ করেন না!
‘মডার্ন ফ্যামিলি’খ্যাত ৪৩ বছর বয়সী তারকা জানান, নিজের ছবি তুলতে গেলে তাকে অসুন্দর দেখায়। তাই তিনি সেলফি পছন্দ করেন না।
তিনি বলেছেন, আমার মনে হয়, সেলফিতে আমাকে ভয়ংকর লাগে। আমার ছেলে মানোলো বলে, আমি ফোন বেশি উপরে ধরি, আর একারণে সেলফি ভাল হয় না। আমার ফোন ধরা শেখা উচিত।