প্রথমবারের মতো চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেনক্লোজআপ তারকা পুলক। ‘আপন
মানুষ কে হয়ে যায় পর’- এমন কথার গানটির সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি কণ্ঠও দিয়েছেন তিনি। এটি বন্ধন বিশ্বাস পরিচালিত ‘শূন্য’ শিরোনামের একটি ছবিতে থাকবে। এ ছবিতে পুলকের পাশাপাশি সংগীত পরিচালক হিসেবে আরও আছেন আহমেদ হুমায়ূন এবং কিশোর।
প্রথমবারের মতো চলচ্চিতের সঙ্গীত পরিচালনার সানন্দ প্রতিক্রিয়ায় পুলক বলেন, আমি আমার মতো করেই গানটি করেছি। তবে চলচ্চিত্রের প্রয়োজনে সংগীত আয়োজনে বিশালতা রেখেছি। আশা করি, সবার ভালো লাগবে। প্রথম কাজ তো তাই উচ্ছ্বাসটা একটু বেশি কাজ করছে।