ক্রিকেটার বিরাট কোহলি আর বলিউড তারকা আনুশকার প্রেমের বিষয়টি এখন আর বারু
অজানা নয়। প্রায় দুই বছর হলো একে অন্যের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তারা। একে অপরকে ছাড়া থাকতে পারেন না। তাই তো খেলা না থাকলেই বিরাটকে দেখা যায় আনুশকার পাশে বা শুটিংয়ে ফাঁক পেলেই আনুশকা চলে আসেন কোহলির সঙ্গে দেখা করতে। কিন্তু আনুশকা শুধু কোহলির প্রেমেই পাগল এমন নয়। কোহলি ছাড়াও আরেকজন আছে, যার জন্য মন উথাল-পাথাল এই সুন্দরীর। কে সে? কোহলি ছাড়া কার প্রেমে পাগল আনুশকা? আনুশকা পড়েছেন ডুড-এর প্রেমে। কে এই ডুড? আনুশকার সঙ্গে তার কী সম্পর্ক? ডুড আর কেউ নয়, আনুশকার পোষা কুকুর। এবং ডুড-কে এতটাই ভালোবাসেন যে, তার জন্য প্যারিসের ‘লাভ লক ব্রিজ’-এ তালা বাঁধতেও পিছপা হননি। নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন আনুশকা। আপাতত ‘এ দিল হ্যাঁ মুশকিল’ ছবির শুটিংয়ের জন্য প্যারিসে তিনি। সেখানকার বিখ্যাত ‘লাভ লক ব্রিজ’-এ ডুড-এর সঙ্গে ভালোবাসার অঙ্গীকার করেছেন আনুশকা। গোলাপি রঙের একটি তালা বেঁধেছেন আনুশকা। সেই তালায় তার ও ডুড-এর নাম লেখা। সঙ্গে আছে হৃদয়ের ছবি।