আফগানিস্তানের কুন্দুজে আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেদিসঁ সাঁ ফ্রঁতিয়ে বা এমএসএফ এর
হাসপাতালে মার্কিন বোমা হামলার ঘটনায় স্বাধীন ও আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি। এই হামলার ঘটনাটিকে ‘স্পষ্টতই যুদ্ধাপরাধ’ হিসেবেও মনে করছে এমএসএফ।
মেদিসঁ সাঁ ফ্রঁতিয়ে’র উপরে হামলার ঘটনায়, একটি স্বচ্ছ ও পরিপূর্ণ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার। পাশাপাশি তিনি এটিও বলেছেন যে, সেখানে পরিস্থিতি ছিল বিভ্রান্তিকর ও জটিল। কিন্তু মার্কিন তদন্তের ওপরে আস্থা রাখতে পারছে না দুর্ঘটনার স্বীকার হওয়া আন্তর্জাতিক এই দাতব্য সংস্থাটি। তাই, একটি স্বাধীন ও আন্তর্জাতিক তদন্তের দাবি করছে তারা।
পাশপাশি, অনিচ্ছাকৃতভাবে এই হাসপাতালে হামলার ঘটনাটি ঘটেছে বলে মার্কিন সেনাবাহিনী যে দাবী করেছে সেটিকেও নাকচ করে দিয়েছে এমএসএফ।
এমএসএফ বলছে, মার্কিন সেনারা খুব হিসেব-নিকেশ করে নির্ভুলভাবেই বারবার ওই হাসপাতাল ভবনে হামলা চালায়।
ঘটনার পর কুন্দুজ থেকে এমএসএফ’র কাজ গুটিয়ে নেয়া হয়েছে। ওই ঘটনায় এমএসএফ’র ১২ জন কর্মকর্তা এবং ১০ জন রোগীর মৃত্যু হয়। সূত্র : বিবিসি বাংলা