চির নিদ্রায় শায়িত হলেন ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত খল অভিনেতা মুক্তিযোদ্ধা
আদিল। আজ রবিবার বাদ জোহর নারায়ইগঞ্জের উত্তর চাষাড়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে মরহুমকে শহরের মাসদাইর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। নারায়ণগঞ্জ পুলিশের একটি চৌকস দল এই বীর মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র অভিনেতাকে গার্ড অব অনার প্রদান করেন।
বাংলা সিনেমার অন্যতম খল অভিনেতা মুক্তিযোদ্ধা এডভোকেট রেজাউল করিম ভূঁইয়া খোকন ওরফে আদিল শনিবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ বোধ করলে হাসপাতালে নেবার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী নাসিমা বেগম, মেয়ে মুনিয়া ও ছেলে বাবুজ তাইয়ানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, ২০১৩ সালে আদিলের বড় ছেলে রেজাউল হাসান হামীম কক্সবাজারের একটি কটেজে রহস্যজনক ভাবে মৃত্যু বরণ করেন। তখন থেকে আদিল অসুস্থ হয়ে পড়েন। চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি আদিল নারায়ণগঞ্জ আদালতে আইন পেশার সঙ্গেও যুক্ত ছিলেন। মুক্তিযোদ্ধা আদিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করার পর আইন বিষয়ে পড়াশুনা করেন। ওই সময় থেকেই মঞ্চে অভিনয়ের পাশাপাশি টিভিতেও অভিনয় করেন।
একাত্তরে দেশ স্বাধীনের পর ‘বাহাদুর’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন আদিল। তিনি ৩ শতাধিক ছবিতে অভিনয় করেন। তার জীবনের শেষ ছবি ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোটি টাকার কাবিন’। অভিনয় জীবনে ‘নসিব, নীলিমা এবং উছিলা’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য আদিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এই খল অভিনেতা ‘এখানে আকাশ নীল, তিন টেক্কা এবং হনুমানের পাতাল বিজয়’ নামে এই ৩টি ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করেন। প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা আদিলের মৃত্যুতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।