নিয়মিতই গান করে যাচ্ছেন সঙ্গীত শিল্পী শামীমা আলম চিনু। গত রোজার ঈদে প্রকাশিত হয়
এই শিল্পীর কন্ঠে গাওয়া ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’ রবীন্দ্র সঙ্গীতের মিউজিক ভিডিও। গানটি শ্রোতা মহলে ব্যাপক আলোড়ন তোলো। শুরু থেকেই শামীমা আলম চিনু বেছে বেছে ব্যাতিক্রমী কাজ করছেন সঙ্গীতাঙ্গনে। দীর্ঘদিন ধরে পরিশুদ্ধতার পথে হেঁটে কণ্ঠে ধারণ করেছেন রবীন্দ্রনাথের গানকে। রবীন্দ্রসঙ্গীত ছাড়াও তিনি স্বাচ্ছন্দ্যে গেয়ে চলছেন পুরনো দিনের গান, ফোক গান। বাংলা গানের আসনকে বিশ্ব দরবারে পাকাপোক্ত করতে তার চেষ্টা দীর্ঘ দিনের। দর্শক এবং শ্রোতা মহলে প্রশংসিত তার গায়কীর জন্য। এরই ধারাবাহিকতায় এবার তিনি একসাথে ৬ গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন। তবে রবীন্দ্র সঙ্গীত নয়। বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের গান। সব গুলো গানেরই সঙ্গীত পরিচালনা করছেন ফুয়াদ আল মুক্তাদির। পাশাপাশি আরও কিছু গানের মেসআপ করছেন তিনি।
এ প্রসঙ্গে শামীমা আলম চিনু বলেন, যেহেতু আমি গান শিখেছি, সেহেতু সব ধরনের গান গাইতে পারি এবং পছন্দ করি। আমার আধুনিক গান, রবীন্দ্র সঙ্গীত এবং ফোক গান শ্রোতারা ভালো ভাবে গ্রহন করেছেন। শ্রোতাদের ভালোবাসার কারণেই আমি নতুন গান করার সাহস পাই। আর ফুয়াদ আল মুক্তাদিরের সাথে আমি আগেও কাজ করেছি। ওর কাজ সম্পর্কে নতুন কিছু বলার নাই। খুব শিঘ্রই নতুন গান এবং পুরোনো গানের মেসআপ নিয়ে ¤্রােতাদের সামনে হাজির হবো।