বড়পর্দার একসময়ের ডাকসাইটে ভিলেন শক্তিমান অভিনেতা আদিল হোসাইন আর নেই।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি নারায়ণগঞ্জে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী নাসিমা আক্তার মুন, মেয়ে মুনিয়া ও ছেলে বাবুজ রাইয়ান সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। অবশ্য অনেক আগে চলচ্চিত্রে অভিনয় করা থেকে নিজেকে দুরে সরিয়ে রেখেছিলেন তিনি। এ সময় ওকালতি পেশায় মনোনিবেশ করেন। এদিকে আদিলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক পরিবেশক সমিতি, বাচসাস, বাবিসাস পরিবারসহ অন্যান্য সংগঠন।
জানা যায়, নারায়ণগঞ্জের ছেলে আদিল অভিনীত প্রথম ছবি মুক্তি পায় ১৯৭২ সালে। হাসমত পরিচালিত ছবিটির নাম ছিল ‘এখানে আকাশ নীল’। তার অভিনীত অন্যান্য উল্লখযোগ্য ছবির মধ্যে রয়েছে রাজমহল, বারুদ, বন্দুক, বুলবুল এ বাগদাদ, ঈমান, চন্দ্রলেখা, মোকাবেলা, তাজ ও তলোয়ার, সওদাগর, নাগিনী কন্যা, তিন বাহাদুর, শাহী দরবার, নসীব, রাজিয়া সুলতানা, নেপালী মেয়ে, পাতাল বিজয়, অশান্তি ইত্যাদি। প্রায় সব ছবিতেই তার অভিনয় বা ভূমিকা ছিল এন্টি হিরোর বা খল চরিত্রের।