1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০১৫
  • ১৩৭ Time View

যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের পর যুক্তরাজ্যে ব্যক্তিগত সফর শেষে দেশে 856ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাত্রাপথে সিলেটে এক ঘণ্টার যাত্রাবিরতিতে রয়েছেন তিনি। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ০০২ নং ফ্লাইটটি আজ শনিবার সকাল ১১টা ২৫ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি ঘণ্টাখানেক ওসমানী বিমানবন্দরে অবস্থান করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলার ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ সাক্ষাৎ করার কথা রয়েছে। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, সিলেটে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নেই। তবে জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ও সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ ছাড়া অন্য কেউ দেখা করতে পারবেন না। যাত্রাবিরতি শেষে তিনি একই ফ্লাইটে ঢাকায় চলে যাবেন। সিলেটে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি উপলক্ষে এসএসএফ সদস্যরা পুরো বিমানবন্দর ঘিরে রেখেছেন। র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিমানবন্দর ছাড়াও নগরজুড়ে তৈরি করেছেন বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ