জাতিসংঘের ৭০তম অধিবেশন নিয়ে আগামীকাল রবিবার বেলা ১১টায় গণভবনে সংবাদ
সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।
১১ দিনের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে প্রধানমন্ত্রী আজ দেশে ফিরেছেন। সিলেটে ১ ঘণ্টার যাত্রাবিরতি শেষে বেলা দেড়টার দিকে তিনি ঢাকায় আসেন। সেখানে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত তাকে সংবর্ধন দেন দলীয় নেতাকর্মীরা।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী যখনই কোনো দেশে সফরে যান ফিরে এসে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে দেশের চলমান পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রধানমন্ত্রী কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।