1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০১৫
  • ১৪০ Time View

ঢাকা, ০৩ অক্টোবর, এবিনিউজ : যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে ৮ avsdasdaদিনের সরকারি সফর শেষে লন্ডন হয়ে ঢাকায় পৌঁছলে আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বর্ণাঢ্য ও আন্তরিক গণসংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আজ দুপুর ১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মর্যাদাপূর্ণ ‘চ্যাম্পিয়ন্স অব দ্যা আর্থ এওয়ার্ড’ ও ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ অর্জনের জন্য প্রধানমন্ত্রীকে এই গণসংবর্ধনা দেয়া হয়।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শিশু ও নারী বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ।
অন্যদিকে আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর, সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, কেন্দ্রীয় নেতা আবদুল মতিন খসরু, হাবিবুর রহমান সিরাজ, এডভোকেট আফজাল হোসেন এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
শাহজালাল বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত হাজার হাজার মানুষ হাতে জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এর আগে লন্ডন থেকে ঢাকায় রওয়ানা হওয়ার পর প্রধানমন্ত্রী সিলেট বিমানবন্দরে এসে পৌঁছলে সেখানেও তাকে দলীয় নেতাকর্মীরা অভ্যর্থনা জানান। তার আগে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে লন্ডনে একদিন যাত্রাবিরতি করেন। প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দেয়ার জন্য নিউইয়র্কে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ