চিকিৎসাধীন অবস্থায় আরও দুই বাংলাদেশী হাজির মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন
সৌদিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এ কে এম শহিদুল করিম। তবে তাদের পরিচয় তিনি জানাতে পারেননি।
এ নিয়ে এ পর্যন্ত ৪৩ বাংলাদেশী হাজির মৃত্যু হলো। এ ছাড়া এখনো ১৪৮ জন বাংলাদেশী নিখোঁজ রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
নিখোঁজ হাজীদের সন্ধান (জীবিত কিংবা মৃত) পেতে তাদের দেশে থাকা স্বজনরা পররাষ্ট্র মন্ত্রণায়, ধর্ম মন্ত্রণালয় এবং ঢাকাস্থ হজ অফিসে ধরনা দিচ্ছেন। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের সৌদি আরবস্থ বাংলাদেশ মিশনসমূহ, হজ অফিস এবং হাসপাতালগুলোতে যোগাযোগের পরামর্শ দিচ্ছেন বলে জানা গেছে।
হজ পালনের সময় মিনায় শয়তানের প্রতি কংকর নিক্ষেপের জন্য যাওয়ার পথে ভিড়ের চাপে বিভিন্ন দেশের এক হাজারের বেশি হাজির মৃত্যু হয়।