1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

লন্ডনের উদ্দেশে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫
  • ১৬৯ Time View

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে লন্ডনের উদ্দেশে নিউ ইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।image_139369_0

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সোয়া আটটায় নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে শেখ হাসিনার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ছোট বোন শেখ রেহানা, যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার এবং দলের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

পরদিন শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে দেশের পথে যাত্রা করবেন শেখ হাসিনা।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ও বিদায়ের সময়ে লন্ডনের এই হোটেলের সামনে বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে দলটির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালেক জানিয়েছেন।

জাতিসংঘের চলতি ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সফরসঙ্গীদের নিয়ে গত ২৩ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ