1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

কেরানীগঞ্জে স্থানান্তরিত হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৪১ Time View

দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে স্থানান্তর হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগার। নবনির্মিত কারাগার asduhasjdaভবনের নির্মান কাজ প্রায় শেষের দিকে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ফরমান আলী বলেন, ‘ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দি ধারণ ক্ষমতা দুই হাজার ৮২৬ জন। বর্তমানে আছে সাত হাজার ৩০০ জন। কেরানীগঞ্জের কারাগারে বন্দি ধারণ ক্ষমতা হবে পাঁচ হাজার।’
কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, নাজিমউদ্দিন রোড থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে স্থানান্তর করা হবে অক্টোবরের শেষ সপ্তাহে।
অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে নবনির্মিত কারাগারের আয়তন প্রায় ১৯৪ একর এবং এর ধারণ ক্ষমতা হবে আট হাজারের মতো।
নতুন কারা ভবনের নির্মান কাজ সুষ্ঠুভাবে পর্যবেক্ষণের জন্য কারা উপমহাপরিদর্শক কে প্রধান করে গঠন করা হয়েছে ১০ সদস্যের ১টি কমিটি।
সীমানা প্রাচীরের পাশ দিয়ে ৪০ ফুট উঁচু চারটি পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে যার উপর থেকে পুরো কারাগারের চিত্র দেখা যাবে। কারাগারের ভেতর রয়েছে আটটি ছয়তলা ভবন। ভবনগুলোর মাঝে রয়েছে একটি বড় মাঠ। এই মাঠের মাঝে রয়েছে বন্দীদের জিজ্ঞাসাবাদের জন্য একটি ঘর।
কারাগারের বাইরে কারা কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের জন্য আলাদা ভবন, অফিসার্স ক্লাব, স্টাফ ক্লাব, স্কুল, মসজিদ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সভার জন্য মিলনায়তন নির্মাণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ