1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন

আইফোনের ৩ দিনে ১ কোটি ৩০ লাখ বিক্রির রেকড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৮৪ Time View

সপ্তাহ শেষে বিগত রেকর্ড ভেঙে দিল অ্যাপলের আইফোন ৬এস এবং ৬এস প্লাস। বাজারে আসার ajdsadsadপ্রথম তিন দিনেই এক কোটি ৩০ লাখ হ্যান্ডসেট বিক্রি হয়েছে! এর মাধ্যমে গতবারের আইফোন ৬ এবং ৬ প্লাস বিক্রির এক সপ্তাহের রেকর্ডকে পিছে ফেলে দিল নতুন মডেল। অ্যাপল এক বিবৃতিতে এসব তথ্য দেয়।
নতুন রোজ গোল্ড রংয়ের মডেলটি দেখলে আগের মডেলের চেয়ে কিছুটা ভিন্ন মনে হবে। কিন্তু নতুন দুটির চেহারা আগের মডেলগুলোর চেয়ে খুব বেশি আলাদা নয়। স্প্রেশার সেনসিটিভ থ্রিডি টাচ পর্দা ক্রেতাদের বিশেষভাবে আগ্রহী করে তুলেছে। এই পর্দার মাধ্যমে ছবি তোলার আগের মুহূর্তে দেড় সেকেন্ডের একটি ভিডিও রেকর্ড হয়ে যাবে।
এদিকে, আগামী ১৬ অক্টোবর থেকে ভারতের বাজারে হ্যান্ডসেট দুটি পাওয়া যাবে। এর আগে ৯ অক্টোবর আরো ৪০টি দেশে ছাড়া হবে আইফোন ৬এস ও ৬এস প্লাস। এর মধ্যে অস্ট্রিয়া, বেলজিয়াম, বসনিয়া, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, হাঙ্গেরি, মেক্সিকো, নেদারল্যান্ডস, নরওয়ে, রাশিয়া, রোমানিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও তাইওয়ান রয়েছে। ১০ অক্টোবর থেকে পাওয়া যাবে- বাহারাইন, জর্দান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বাজারে।
১৬ অক্টোবর ভারতের পাশাপাশি মালয়েশিয়া, তুরস্কের বাজারে পাওয়া যাবে হ্যান্ডসেট দুটি। আর বছরের শেষ নাগাদ আইফোন ৬এস ও ৬এস প্লাস পাওয়া যাবে ১৩০টিরও বেশি দেশে।
নতুন দুটো হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে দ্রুতগতির এ৯ চিপ ও এম৯ মোশন কো-প্রসেসর। ১২ মেগাপিক্সেলের উন্নত ক্যামেরায় ধারণ হবে ৪কে ভিডিও। রয়েছে দ্রুতগতির টাচ আইডি। আর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে রেটিনা ডিসপ্লে।
গত ৯ সেপ্টেম্বর উন্মুক্ত করা হয় আইফোন ৬এস ও ৬এস প্লাস। এর তিনদিন পর ১২ সেপ্টেম্বর থেকে হ্যান্ডসেট দুটোর প্রি-অর্ডার শুরু হয়। ২৫ সেপ্টেম্বর বিশ্বের ১২টি দেশের বাজারে ছাড়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ