1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

রাশিয়ার নতুন গুপ্তচর আরশোলা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ১০০ Time View

মার্কিন সেনা পড়েছে মহা ধাঁধায়। কারণ, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের কাছে গোয়েন্দা সূত্রে খবর asdasjidaএসেছে, মার্কিন সেনার ভিতরে ঢুকে পড়তে পারে রাশিয়ার তৈরি নতুন রোবো-স্পাই। যে সে স্পাই (গুপ্তচর) নয়, নতুন রোবো স্পাই দেখতে অবিকল আরশোলার মতো। শুনতে অনেকটা জেমস বন্ড সিরিজের মতো হলেও রাশিয়ান সেনা এমনই অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলেছে। এই ধরনের রোবটদের বলা হয়- ‘ইনসেক্ট বটস’। ২১ শতকে গোয়েন্দাগিরি চালাতে ড্রোন বা পাহাড়-প্রমাণ দেখতে রোবট নয়, রাশিয়ান সেনা তৈরি করে ফেলেছে মাত্র ৪ ইঞ্চির নয়া ‘মেকানিকাল বাগস’।
রুশ মিলিটারি সূত্রে খবর, কান্ট বিশ্ববিদ্যালয়ের দুই ইঞ্জিনিয়ার ড্যানিল বরচেভকিন ও আলেস্কি বেলোসভ বানিয়েছেন এই নয়া গুপ্তচর। এই দুই ইঞ্জিনিয়ার এখন মেতে রয়েছেন নয়া রোবটকে ‘ক্যামোফ্লাজ’-এ সক্ষম করে তুলতে। এক একটি আরশোলার মতো দেখতে এই রোবটের শরীরের লাগানো রয়েছে শক্তিশালী সেন্সর। সামনে কোনও বাধা পড়লেই সেন্সর মারফৎ তা জানতে পেরে পথ বদলে ফেলতে সক্ষম এই রোবটগুলি। রোবটগুলি নিয়ন্ত্রণ করা যাবে রিমোটের সাহায্যে।
আপাতত ‘প্রোটোটাইপ’ হিসেবে তৈরি করা হলেও এবার রাশিয়ান সেনা সেগুলি সরাসরি যুদ্ধে ব্যবহার করতে চাইছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ