1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

ব্রেন ড্রেন নয়, চাই ব্রেন গেইন : নরেন্দ্র মোদী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৩৯ Time View

মার্কিন যুক্তরাষ্ট্রের সান হোসেতে ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে দেশটির প্রধানমন্ত্রী adasghdjaনরেন্দ্র মোদী বলেন, ব্রেন ড্রেন নয়, চাই ব্রেন গেইন। ১৮০০০ মানুষের সমাবেশ স্বাগত জানায় মোদীকে। গুগল ও ফেসবুক হেডকোয়ার্টার থেকে এদিন সান হোসের কনভেনশন সেন্টার পৌঁছন মোদী। ২ দেশের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তিনি তার বক্তব্যে বলেন, ব্রেন ড্রেনকে ব্রেন গেইন-এ পরিণত করতে হবে। প্রবাসী ভারতীয়দের কাছে এটাই ছিল মোদীর বার্তা। ভাষণের শুরুতেই তিনি বলেন, প্রায় ২৫ বছর পর আমি এখানে এলাম। ভারতে আজ ২৮ সেপ্টেম্বর, শহীদ ভগত্ সিংয়ের জন্মদিন। তিনি বলেন, আমার সঙ্গে বলুন ভারত মাতা কী জয় যাতে ভারত পর্যন্ত আওয়াজ পৌঁছয়।
মোদী বলেন, রাষ্ট্রপুঞ্জের দায়িত্ব নক্সা পরিষ্কার রাখা, রাষ্ট্রপুঞ্জ কাউকে সন্ত্রাসবাদী, কাউকে মানববাদী মনে করে, নক্সা পরিষ্কার হওয়া চাই। রাষ্ট্রপুঞ্জের ৭০তম বার্ষিকীতে এটা পরিষ্কার করা উচিত্ কারা সন্ত্রাসের পক্ষে, কারা মানুষের পক্ষে। তিনি বলেন, সন্ত্রাস ও গ্লোবাল ওয়ার্মিং পৃথিবীর সবথেকে বড় দুটি সমস্যা। আমরা শান্তির প্রচারক গান্ধী, বুদ্ধর দেশের লোক।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, জেএএম প্রকল্প সফল হয়েছে। জে- অর্থাত্ জন ধন একাউন্ট, এ অর্থাত্ আধার কার্ড ও এম অর্থাত্ মোবাইল গভার্নেন্স। তিনি বলেন, আমরা কিষাণ সয়েল হেলথ কার্ড নিয়ে এসেছি। আমি গর্বিত যে ৩০ লক্ষ মানুষ গ্যাসে ভর্তুকি ছেড়ে দিয়েছেন। আমরা শূন্য রাশি দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুরু করার যোজনা নিয়ে এসেছি যাতে হতদরিদ্র মানুষরাও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন। এখন দেশের ১৮ কোটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে।
নরেন্দ্র মোদি বলেন, আজ আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছি, আমার বিরুদ্ধে কি দুর্নীতির অভিযোগ রয়েছে? তিনি বলেন, আজ বিশ্ব আশা ও আত্মবিশ্বাসের জন্য ভারতের দিকে তাকিয়ে। আজ, ক্ষমতায় আসার ১৬ মাস পর আমি আপনাদের সার্টিফিকেট চাইছি। আমি কি কাজ করছি? আমি কি প্রতিশ্রিতি রাখতে পারছি?
বিজেপির এ শীর্ষ নেতা বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে গদর পার্টির অবদান কে ভুলতে পারে। আমাদের শিখ ভাইরা বহু বছর আগে এখানে এসে বসবাস শুরু করেন। যখন ভারত স্বাধীনতা চেয়েছিল, এখানে সংগ্রাম শুরু হয়েছিল। তিনি কম্পিউটার কিবোর্ডে আমাদের আঙুল জাদু দেখিয়েছে। ভারত নিজেদের পরিচিতি তৈরি করেছে। তিনি আরও ২৫ বছর পর এখানে এলাম, অনেক পরিবর্তন হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ