1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

সারাদেশে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা আজ থেকে শুরু হচ্ছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ১১০ Time View

আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে ausydja,s.;dতোলার লক্ষ্যে বর্তমান সরকারের সাফল্য ও বিশেষ উদ্যোগগুলো জনগলের মধ্যে ব্যাপক প্রচারের উদ্দেশ্যে উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। আজ সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হবে। দেশের বিভিন্ন এলাকা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর এখানে তুলে ধরা হলো- আমাদের চট্টগ্রাম প্রতিনিধি জানান, আজ থেকে নগরীতে তিন দিনব্যাপী এক ‘উন্নয়ন মেলা-২০১৫’ শুরু হচ্ছে। এতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক সাফল্য তুলে ধরা হবে। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়াম হলে চট্টগ্রাম জেলা প্রশাসন এ মেলার আয়োজন করছে।
আজ দুপুরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সমিতির সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, আগামী ১ অক্টোবর থেকে জেলার ১৪টি উপজেলায় আরো ১৪টি উন্নয়ন মেলা-২০১৫ অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আর্থ-সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অনেকদূর এগিয়েছে। বিশ্ববাসী এতে বিস্মিত হয়েছে।
তিনি বলেন, মেলার মূল লক্ষ্য হলো- জনগণের সামনে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন তৎপরতা তুলে ধরা।
মেজবাহ উদ্দিন বলেন, বিশ্বের কেউ এখন বাংলাদেশকে ঝড়, সাইক্লোন, খরা, দুর্নীতি ও দরিদ্র দেশ হিসেবে মনে করে না। এটা এখন উন্নয়নের মডেল হিসেবে দাঁড়িয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার ২০২১ সাল নাগাদ দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তখন দারিদ্র্যতা পুরোপুরি দূর হবে। ৩১টি সরকারি সংস্থা কর্তৃক মেলায় ৪০টি বিভিন্ন ধরনের তথ্য স্টল স্থাপন করা হবে।
বগুড়া থেকে প্রতিনিধি জানান, বগুড়া জিলা স্কুল মাঠে আজ থেকে শুরু হয়ে উন্নয়ন মেলা শেষ হবে ৩০ সেপ্টেম্বর বুধবার। সকাল সাড়ে ৯টায় উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালি পরবর্তী মেলার উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করবেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ হাবিবর রহমান অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করবেন।
মেলার উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন ও বগুড়া জেলা পরিষদের প্রশাসক ডা. মকবুল হোসেন এবং সভাপতিত্ব করবেন বগুড়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোরশেদ আলম। মেলা মঞ্চে প্রতিদিন মুক্তিযুদ্ধ ও বর্তমান সরকারের সফলতাকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও রিয়ালিটি শো অনুষ্ঠিত হবে এবং তথ্যচিত্র প্রদর্শিত হবে। মেলায় বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থার ৪৪ স্টল অংশ নেবে।
এদিকে, উন্নয়ন মেলা উপলক্ষে নোয়াখালীতে আজ সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. বদরে মুনীর ফেরদৌসের সভাপতিত্বে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় আজ থেকে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে বলে প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের অবহিত করা হয়। নোয়াখালী জিলা স্কুল প্রাঙ্গণে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং নোয়াখালী জেলা প্রশাসনের সহযোগীতায় এই উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আমাদের প্রতিনিধিরা অনুরূপ খবর দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ