প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অবস্থানকে আরোও দৃঢ় এবং শক্তিশালী করতে এবং উগ্র জঙ্গী
সংগঠন আইএসআইএল’র অগ্রযাত্রার পথে বাধা সৃষ্টির জন্য সিরিয়ায় সামরিক অভিযান চালাতে পারে রাশিয়া। এমনই সম্ভাবনার কথা উল্লেখ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থার দেওয়া এক প্রতিবেদনে।
এই প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে রাশিয়া যেসব জঙ্গীবিমান সিরিয়ায় পাঠিয়েছে সেসব বিমান দিয়েই হামলা আরম্ভ করতে পারে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে মার্কিন দৈনিক লস অ্যাঞ্জেলেস টাইমস ।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের উদ্দেশ্যে কাজ করছে আমেরিকা ও তার বন্ধু রাষ্ট্ররা। অপরদিকে বাশার আল-আসাদকে সকল ধরনের সহায়তা দিচ্ছে মস্কো।
এছাড়া রাশিয়া অন্যান্য দেশে তার বিভিন্ন কাজের মাধ্যমে নিজেদের শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে ।