1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

মিনার ট্র্যাজেডিতে তদন্তের দাবি ইরানের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ১০২ Time View

সৌদি আরবের মিনায় পবিত্র হজ পালনকালে পদদলিত হয়ে ৭ শ’র বেশী হাজির মৃত্যুর ঘটনায় asdyasodasতদন্ত দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। জাতিসংঘে দেওয়া ভাষণে তিনি এই দাবি জানিয়েছেন বলে বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়।
মিনায় পদদলিত হয়ে এত হাজির হতাহত হওয়ার ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। জাতিসংঘে দেওয়া ভাষণে এই প্রতিক্রিয়া জানান তিনি। নিহত হাজিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি তার ভাষণে ওই ঘটনা তদন্তের আহ্বান জানান।
এ দিকে মিনার ট্র্যাজেডি নিয়ে ইরান রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল-জুবেরি।
প্রসঙ্গত, মিনায় গত ২৪ সেপ্টেম্বরের ওই ঘটনায় মৃত হাজির সংখ্যা বেড়ে ৭৬৯ জনে দাঁড়িয়েছে। হজ পালনকালে গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ওই দুর্ঘটনায় ৯৩৪ জন হাজি আহত হয়েছেন।
এত হতাহতের পরও ওই ঘটনায় কোন দেশের কতজন হাজি নিহত বা আহত হয়েছেন, তা সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। এখন পর্যন্ত যে হিসাব পাওয়া গেছে, তার পুরোটাই এসেছে সংশ্লিষ্ট দেশগুলো থেকে।
ওই ঘটনায় ইরানের কমপক্ষে ১৩৬ জন হাজির মৃত্যু হয়েছে বলে তেহরানের দাবি। এ ছাড়া মরক্কো, ক্যামেরুন, নাইজার, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিসর, চাদ, সোমালিয়া, সেনেগাল, আলজেরিয়া, তানজানিয়া, তুরস্ক, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, কেনিয়া, নেদারল্যান্ডস প্রভৃতি দেশের হাজিদের হতাহত হওয়ার খবর রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ