1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ন

কেন্দ্রীয় কারাগারে স্বজনদের ভিড়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ১০৪ Time View

অনেক মানুষই ঈদের দিনে কারাগারে বন্দী প্রিয় মানুষটিকে একনজর দেখতে আর খাবার পৌঁছেauhsdasd দিতে ভিড় করেছেন কারাগারের সামনে।
সাথি আক্তার তার ৫ বছরের মেয়ে সিনথি আক্তারকে নিয়ে কারাগারের সামনে সকাল থেকে অপেক্ষা করছেন স্বামী সুলমানের সঙ্গে দেখা করার জন্য। বন্দী সুলমান ৫ মাস আগে প্রতিবেশীর দায়ের করা একটি মামলায় কারাগারে আছেন জানিয়ে সাথি বলেন, ‘একটি বেসরকারি কোম্পানির ড্রাইভার ছিলেন তিনি। তার জেলে যাওয়ার পর থেকেই দুঃসহ কষ্টের মধ্য দিয়ে দিন কাটছে আমাদের। ঈদের দিনে তাকে না দেখে থাকতে পারবো না বলে সকালেই চলে এসেছি।’
আজ শুক্রবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে দেখা যায়, সকাল থেকে স্বজনেরা প্রিয় মানুষটির জন্য পছন্দের খাবার নিয়ে আসছেন। কারাগারের সামনে থেকে কারারক্ষীরা সেই খাবার সংগ্রহ করে ভেতরে পৌঁছে দিচ্ছেন।
কারারক্ষীরা জানিয়েছেন, ঈদ উপলক্ষে আজ শুক্রবার থেকে আগামী রবিবার পর্যন্ত ৩ দিন কয়েদিদের স্বজনেরা কারাগারে পর্যাপ্ত খাবার পৌঁছে দিতে পারবে। আজ শুক্রবার কারাগারে স্বজনদের ভিড় একটু কম হবে। তবে আগামী ২ দিন স্বজনদের ভিড় অনেক বেশি হবে বলে জানিয়েছেন কারারক্ষী সুজন হালদার। আজকে ঢাকার বাইরে থেকে লোকজন আসছে না। পরবর্তী ২দিন ঢাকার বাইরে থেকে মানুষজন আসবে বলে ভিড়ও বেশি হবে বলে তিনি জানান।
এদিকে কারা কর্তৃপক্ষও ঈদ উপলক্ষ্যে কয়েদিদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা করেছে। আজ সকালে কয়েদিদের নিয়মিত খাবারের পাশাপাশি সেমাই সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন কারারক্ষী সেলিম আহমেদ।
সেলিম আহমেদ বলেন, ‘দুপুরে কয়েদিদের জন্য মাছ এবং রাতে মাংসের ব্যবস্থা করা হয়েছে। আর প্রিয়জনদের নিয়ে আসা উন্নতমানের খাবারও তাদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। কোনো কয়েদি যদি নগদ টাকা দিয়ে ক্যান্টিন থেকে কিছু কিনে খেতে চায় সেটাও তারা পারবে।’
সকাল ১০টায় কারাগারের ভেতরে ঈদুল আজহার নামাজও অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ