1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

শোলাকিয়ায় বৃহত্তম ঈদুল আযহার জামাত আজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৩৮ Time View

প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হতে asuydyasdasযাচ্ছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এবারের জামাত হবে ১৮৮তম জামাত। সুষ্ঠুভাবে জামাত অনুষ্ঠানের লক্ষ্যে ইতিমধ্যেই জেলা প্রশাসনের গ্রহণ করা বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মকান্ড এগিয়ে চলেছে পুরোদমে। ইতিমধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। ঈদের জামাত নির্বিঘ্নে সম্পন্নের লক্ষ্যে এবং নিরাপদে জামাত অনুষ্ঠানের জন্য কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন।
ইতিহাস সূত্রে জানা যায়, মসনদ-ই-আলা ঈশা খাঁর ষষ্ঠ বংশধর দেওয়ান হয়বত খান বাহাদুর কিশোরগঞ্জের জমিদারী প্রতিষ্ঠার পর ইংরেজি ১৮২৮ সনে কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় সাত একর জমির ওপর এ ঈদগাহ প্রতিষ্ঠা করেন। এ হিসাবে আসন্ন ঈদ-উল-আযহার ঈদের জামাতটি হবে ১৮৮তম ঈদের জামাত। প্রথম অনুষ্ঠিত জামাতে সোয়া লাখ মুসল্লী অংশগ্রহণ করেন বলে মাঠের নাম হয় ‘সোয়া লাখি মাঠ’। সেখান থেকে উচ্চারণের বিবর্তনে পরিণত হয়ে নাম ধারণ করেছে আজকের শোলাকিয়া মাঠে। বিশাল এই মাঠের মধ্যে মোট কাতার রয়েছে ২৬৫টি। প্রতি কাতারে ৫ শতাধিক মুসল্লী নামাযে অংশ গ্রহণ করে থাকেন। ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে লক্ষ লক্ষ মুসলমান অংশগ্রহণ করে থাকে। বড় জামাতে অংশগ্রহণ করলে বেশী সওয়াব হয় আর এ জন্যই লাখ লাখ মুসল্লী ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে নামাজে অংশ নিতে আসেন।
এবারের ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। ঈদের জামাতে ইমামতী করবেন হযরত মাওলানা হিফজুর রহমান খান (দা. বা.)। জামাতে শরীক হওয়া বিপুল সংখ্যক মুসল্লীর দৃষ্টি আকর্ষণের জন্য নামাজ শুরুর ৫ মিনিট পূর্বে ৩টি, ৩ মিনিট পূর্বে দুইটি ও এক মিনিট পূর্বে একটি শটগানের গুলি ফোটানো হবে।
এ ব্যাপারে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি জি.এস.এম জাফরউল্লাহ্ বলেন, নিরাপদে ঈদ জামাত অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সুষ্ঠুভাবে জামাত অনুষ্ঠানের লক্ষ্যে এ পর্যন্ত একাধিকবার মাঠ পরিদর্শনসহ বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে মাঠে পানি সরবরাহ, পয়নিস্কাশন ব্যবস্থা উন্নয়নসহ মুসল্ল¬ীদের নামাজ পড়ার উপযোগী করে তোলার জন্যে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে মাঠের উন্নয়নে মহাপরিকল্পনার প্রণয়নে কার্যক্রম চলছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান জানান, ঈদুল আযহার জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। উপমহাদেশের বৃহত্তম ঈদুল আযহার জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ মাঠ। বৈরী আবহাওয়ায় মুসল্লীরা যাতে নির্বিঘে জামাতে অংশগ্রহণ করতে পারে সে জন্য চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। ঐতিহ্যবাহী শোলাকিয়া ময়দানে আসন্ন ঈদুল আযহার ১৮৮তম জামাত সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে এবং মাঠের পরিধি বৃদ্ধিসহ সার্বিক উন্নয়নে সরকার এগিয়ে আসবে এমনটাই আশা করছেন কিশোরগঞ্জবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ