1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

প্রস্তুত জাতীয় ঈদগাহ মাঠ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৩০ Time View

আগামীকাল ঈদ। ঈদের অন্যতম বড় জামাত অনুষ্ঠিত হয় রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে। aisdjkasdaএবারও ঈদ-উল আজহার নামাজ আদায়ের জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে। আগামীকাল শুক্রবার সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঢাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জাতীয় ঈদগাহ ময়দানের এই জামাতে রাষ্ট্রপতি, বিচারপতি, মন্ত্রী, সংসদ সদস্য, সরকারের উচ্চ পযায়ে কর্মকর্তা-কর্মচারী, ধনী-গরিবসহ সব পেশা ও শ্রেণীর মানুষ একসঙ্গে ঈদের নামাজ আদায়ের জন্য জামাতে অংশ নেবেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে জাতীয় ঈদের ময়দান প্রস্তুতির জন্য গত বছরের মতো এবারও মেসার্স পিয়ারু অ্যান্ড সন্স নামে ডেকোরেটর প্রতিষ্ঠান কাজ সম্পন্ন করেছে।
পিয়ারু অ্যান্ড সন্স-এর ব্যবস্থাপক মোজাম্মেল হক জানান, ‘ঈদগাহ ময়দানে ঈদের নামাজের সব প্রস্তুতি শেষ হয়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামায়াতের জন্য মাঠ প্রস্তুতির কাজ শুরু করা হয়। যে সব জায়গায় পানি আটকে ছিল সেখানে বালিও দেওয়া হয়েছে। বৃষ্টির পানি নিষ্কাশনেরও যথাযথ ব্যবস্থা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঈদের ময়দানে আলোকসজ্জা ও ফ্যান স্থাপনের কাজও শেষ হয়েছে। কার্পেট, চাদর বিছানোসহ তাৎক্ষণিক কাজগুলো শেষ পর্যায়ে রয়েছে। জাতীয় এই ঈদগাহ ময়দানে একসঙ্গে ১ লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মাঠের উত্তর দিকে নারীদের ঈদের নামাজ আদায়ে আলাদা ব্যবস্থা করা হয়েছে। সেখানে একসঙ্গে ৫ থেকে ৬ হাজার নারী নামাজ পড়তে পারবেন।’
ঈদের দিনও বৃষ্টি থাকলে নামাজ আদায়ে কোনো সমস্যা হবে না বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
২ লাখ ৭০ হাজার বর্গফুট আয়তনের জায়গা জুড়ে ঈদের ১৮ দিন আগে থেকে মাঠ প্রস্তুতির কাজ শুরু হয় জানিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক বলেন, প্রতিদিন শতাধিক লোক ঈদের জামাতের জন্য মাঠ প্রস্তুতির কাজ করেছেন। অবকাঠামো তৈরিতে ছোট-বড় ৪৪ হাজার বাঁশ ও হাজার পিচ ত্রিপল ব্যবহার করা হয়েছে।
এছাড়া পুরুষদের জন্য ১০০টি ও নারীদের জন্য ৪০টি পৃথক অজুখানা তৈরি করা হয়েছে। ঈদের দিন মাঠের পাশে পাঁচটি ভ্রাম্যমাণ শৌচাগার থাকছে। সেগুলো ভিআইপিরা ব্যবহার করবেন। অন্যদিকে, মাঠের পূর্বপাশে গণপূর্ত ভবনের শৌচাগার সাধারণ মুসল্লিদের ব্যবহারের জন্য খোলা থাকছে।
ঈদের মাঠে ৬৬০টি সিলিং ফ্যান ও ১৩০টি স্ট্যান্ড ফ্যান লাগানো হয়েছে। রাষ্ট্রপতির নামাজের স্থানে কুলিং ফ্যানের ব্যবস্থা করা হয়েছে।
বিদ্যুৎ বিভ্রাটের বিকল্প হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে ৫০০ কিলোওয়াট ক্ষমতার জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে গতকাল বুধবার বিকেলে র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন। এর আগে ডগ স্কোয়ার্ড ও সুইপিং টিম নিয়ে ঈদের মাঠে নিরাপত্তা মহড়া দিয়েছে র‌্যাব।
মাঠে মুসল্লিদের নিরাপত্তার বিষয়টি জোরদার করা হয়েছে উল্লেখ করে বেনজির আহমেদ বলেন, ‘র‌্যাবের পোশাকধারী ও সাদা পোশাকের সদস্যরা ঈদের জামাতে নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। এছাড়া ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা ও ডগ স্কোয়াডের মাধ্যমে নিরাপত্তা নজরদারি করা হবে।
ঈদগাহ মাঠে প্রবেশের প্রধান গেটের বাম দিকে র‌্যাব ও ডান দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আলাদা দু’টি বুথ তৈরি করা হয়েছে। ঈদের মাঠ জুড়ে সিসি ক্যামেরা বসানো হয়েছে। ঈদের মাঠের নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের জন্য ইমাম, ক্বারি ও উপস্থাপক নিয়োগ দেওয়া হয়েছে বলে ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম জানান, ‘জাতীয় ঈদগাহে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান মূল ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন। এ জামাতে বিকল্প ইমাম হিসেবে থাকবেন শায়খুল হাদিস মুফতি ওয়াহিদুজ্জামান। ঈদের জামাতে মূল ক্বারি হিসেবে থাকবেন বায়তুল মুকাররম মসজিদের মুয়াজ্জিন ক্বারি মাওলানা হাবিবুর রহমান ও বিকল্প ক্বারি হিসেবে থাকবেন ক্বারি আতাউর রহমান।’
ইসলামিক ফাউন্ডেশন থেকে আরো জানানো হয়, ঈদের দিন যদি বৃষ্টি অথবা অন্য কোনো কারণে জাতীয় ঈদগাহ ময়দান নামাজ আদায়ে অনুপযোগী হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল সাড়ে ৮টায় সেই জামাত অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ