1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন

রাজধানীতে কখন কোথায় ঈদ জামায়াত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৭৯ Time View

ঈদুল আজহা উদযাপন উপলক্ষে ইতিমধ্যে রাষ্ট্রীয় এবং সামাজিক ব্যবস্থাপনায় সার্বিক প্রস্তুতি সম্পন্নasdasdasd; করেছে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।
শহর-বন্দর-গ্রাম সর্বত্র ঈদগাহ প্রস্তুত এবং ঈদের নামাজের সময়সূচিও চূড়ান্ত করা হয়েছে। এছাড়া মসজিদ এবং খোলা মাঠে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।
রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজের আয়োজন করা হয়েছে। এ জামায়াতে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র, বিশিষ্ট নাগরিক সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের দিন সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।
তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ জামায়াত অনুষ্ঠিত হবে।
সকাল ৬টা ৪৫ মিনিট
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ঈদুল আজহার নামাজ সকাল ৬ টা ৪৫টা মিনিটে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল ৭টায় এ জামায়াত অনুষ্ঠিত হবে।
সকাল ৭টা
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী এ নামাজের ইমামতি করবেন।
সকাল সাড়ে ৭টা
নয়াপল্টন জাম মসজিদ, পল্লবী হারুন মোল্লাহ ঈদগাহ ময়দান, মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স, পল্লবী ডি-ব্লক ঈদগাহ মাঠ, মীরের বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বসুগাঁও মীরবাড়ি ঈদগাহ ময়দান, খিলক্ষেত কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ ঈদগাহ ময়দান, দারুস সালাম মারকাজে ইশাআতে ইসলাম, গুলশান সেন্ট্রাল মসজিদ, রসূলবাগ জামে মসজিদ দক্ষিণ মুগদা ব্যাংক কলোনী জামে মসজিদ, মানিকনগর পুকুরপার জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।
সকাল পৌনে ৮টা
মোহাম্মদপুর লালমাটিয়া ব্লক-জিতে অবস্থিত মসজিদ-এ বায়তুল হারাম, মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়া, ধূপখোলা জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাঠে সকাল পৌনে ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।
সকাল ৮টা
জাতীয় ঈদগাহ প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এ জামায়াতের ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মূল ইমাম মিজানুর রহমান। দেওয়ানবাগ শরীফের প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এ জামায়াতের ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। এছাড়া মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়া, ফার্মগেট বায়তুশ শরফ মসজিদ, রুপগঞ্জ পূর্বগ্রাম-বাউলিয়াপাড়া ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে পূর্বগ্রাম ঈদগাহ মাঠে, ঢাকা রেলওয়ে স্টেশন প্লাটফরম, ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদ, মগবাজার বিটিসিএল কলোনী জামে মসজিদ, সরকারী মাদরাসা-ই-আলীয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ, রসূলবাগ জামে মসজিদ দক্ষিণ মুগদা ব্যাংক কলোনী, মানিক নগর পুকুরপার জামে মসজিদ, সায়দাবাদ আরজু শাহ পাক দরবার শরীফ জামে মসজিদে সকাল ৮টা ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।
সকাল ৯টা
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার তৃতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এ জামায়াতের ইমামতি করবেন ক্যাদেরীয়া তৈয়্যাবিয়া কামিল মাদরাসার ইমাম মুফতি মাওলানা জসিম উদ্দিন আযহারী। এছাড়া গুলশান সেন্ট্রাল মসজিদ, সায়দাবাদ আরজশাহ পাক দরবার শরীফ বড় জামে মসজিদে সকাল ৯টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ৯টা
দেওয়ানবাগ বাবে রহমতে ঈদুল আজহার নামাজের দ্বিতীয় জামায়াত, গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটির দ্বিতীয় ঈদ জামায়াত, দেওয়ানবাগ শরীফের দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায়।
সকাল ১০টা
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের চতুর্থ জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এ জামায়াতের ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের পরিচালক ড. মাওলানা আবদুস সালাম।
সকাল ১০টার পর
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার পঞ্চম ও শেষ জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এ জামায়াতের ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ সংকলনের উপ-পরিচালক মাওলানা আবদুস সলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ