1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

ঈদে আসছে জমজমাট ‘পাঁচফোড়ন’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৪৫ Time View

স্বনামধন্য প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মত এবারওasdjas ঈদ-উল-আযহা উপলক্ষে নির্মাণ করেছে বিশেষ ‘পাঁচফোড়ন’। গত প্রায় দেড় যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচার হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারী আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’। এই প্রথম মডেল তারকা, নায়ক ঈমন ও জনপ্রিয় সংগীত শিল্পী কনা একসঙ্গে অভিনয় করেছেন। উলে¬খ্য, ঈমন ও কনা এই অনুষ্ঠানে দু’জন বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন। বন্ধু হলেও তারা একে অন্যকে ভালবাসে। তাদের একদিনের ভালবাসার গল্প নিয়েই তৈরি হয়েছে এবারের পাঁচফোড়নের নাটকীয় উপস্থাপনা। আর তাদের এই ভালবাসার গল্পের ফাঁকে ফাঁকে ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা। অভিনয়ের মাধ্যমে এই তারকা জুটি মূলত সঞ্চালকের ভূমিকা পালন করেছেন। এবারের পাঁচফোড়নে গান থাকছে তিনটি। একটি গেয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী কনা। গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার, কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। আর একটি গান গেয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। চঞ্চলের গাওয়া ভূপেন হাজারিকার ‘প্রতিধ্বনি’ গানটির চমৎকার ও নান্দনিক চিত্রায়ণ অনুষ্ঠানে ভিন্ন আবহের সৃস্টি করেছে। সঞ্চালনার পাশাপাশি কনা ও ঈমনকে দিয়ে চিত্রায়ন করা হয়েছে একটি ভালবাসার গান। চিত্রায়নের বৈচিত্র্য ও শিল্পীদের চমৎকার অভিনয় সমৃদ্ধ গানটি দর্শকদের আনন্দ দেবে। থাকছে জনপ্রিয় অভিনেত্রী অপি করিমের পরিবেশনায় একটি দৃষ্টিনন্দন নৃত্য। কবি গুরুর একটি গানের ব্যতিক্রমী কম্পোজিশনে অপি করিমের সঙ্গে এই নৃত্যে অংশ নিয়েছে একদল নৃত্যশিল্পী। ব্যতিক্রমী সাইকেল ও সাইকেল চালনার উপর রয়েছে একটি মজাদার রিপোটিং। রয়েছে মিউজিকের তালে তালে রান্নার উপর একটি বিশেষ পর্ব ‘মিউজিক্যাল ব্রেকফার্ষ্ট’। ‘পাঁচফোড়ন’ যেহেতু বিশেষ দিন উপলক্ষে নির্মিত হয় তাই সে দিনকে নিয়ে পাঁচফোড়নে বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক ও রসাত্মক নাট্যাংশ থাকে। এবারও কোরবানী ঈদ ও অন্যান্য বিষয়ের উপর বেশ ক’টি নাট্যাংশ রয়েছে। এতে অভিনয় করেছেন কে.এস.ফিরোজ, জিল্লুর রহমান, কামাল বায়েজিদ, বিলু বড়–য়া, তারিখ স্বপন, মুকুল সিরাজ, পরেশ আচার্য্য, সুভাশিষ ভৌমিক, মামুনুল হক টুটু, আনোয়ার শাহী, জামিল, সজল, সঞ্জয়, গুলশান আরা, বাহার, রবিন, নিসা, নজরুল ইসলাম, মতিউর রহমান, ফাহিম, ফরিদ, আনিলা, মৌসুমীসহ আরো অনেকে।
পাঁচফোড়ন নির্মান করেছে দেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি এটিএন বাংলায় ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে। অনুষ্ঠানটি পরিবেশিত হবে কেয়া কস্মেটিকস্ লিমিটেড এর সৌজন্যে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ