1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

অহনার প্রতীক্ষা…

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ১২৩ Time View

মডেলিং ও অভিনয়ের মাধ্যমেই বেশ আগেই দর্শক আলোচনায় আসেন অহনা। তবে মাঝে নানাasdpasojdas কারণে মিডিয়ায় অনিয়মিত হয়ে পড়েন তিনি। একসময় যেখানে নিয়মিত ধারাবাহিকে অভিনয় করতেন সেটা এখন খুব কমই বলা চলে। তবে একেবারে ছেড়ে দেননি অহনা। অভিনেত্রী কবরীর পরিচালনায় ‘আবার আসিবো ফিরে’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এ নাটকে চিত্রনায়ক রিয়াজের সহ-শিল্পী হিসেবে কাজ করেছেন অহনা। চ্যানেল আইতে প্রচার প্রতীক্ষিত এ ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে তিনি জানান, বেশ দারুণ একটি গল্প নিয়ে নাটকটি নির্মাণ হয়েছে। গল্পের মাঝে অনেক ভিন্নতা খুঁজে পাবেন দর্শক। আশা করি সবার ভাল লাগবে। তবে এ নাটকে কাজ করতে গিয়ে বেশ দারুণ অভিজ্ঞতা হয়েছে। নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করেছি। তিনি অসাধারণ একজন অভিনেতা। একসঙ্গে কাজ করতে গিয়ে তার কাছ থেকে অভিনয় সম্পর্কে অনেক কিছু জানা হয়েছে। সবমিলিয়ে বলবো আমি খুবই আশাবাদী নাটকটি নিয়ে। এদিকে চলতি বছর অহনা কাজ শুরু করেছেন পিএ কাজলের পরিচালনায় ‘চোখের দেখা’ ছবিতে। এতে চিত্রনায়ক সাইমনের বিপরীতে অভিনয় করছেন তিনি। এখনও ছবিটির কাজ শেষ হয়নি বলেই জানান অহনা। এর আগে দুটি ছবিতে অভিনয় করেছেন এ মডেল-অভিনেত্রী। সেগুলো হলো- রকিবুল আলম রকিবের পরিচালনায় ‘চাকরের প্রেম’ ও এফআই মানিকের ‘দুই পৃথিবী’। ছবি দুটিতে যথাক্রমে আমিন খান ও শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করেছেন অহনা। এ সময়ে নাটক প্রচার ও ছবির শুটিং শেষে তা মুক্তি- এই দুই অপেক্ষাতেই রয়েছেন তিনি। এ প্রসঙ্গে অহনা বলেন, নাটক নিয়ে তো আশাবাদী আগেই বলেছি। সে সঙ্গে ‘চোখের দেখা’ ছবিটির কাজ শেষ হলে সেটি মুক্তির অপেক্ষায় রইলাম। এটি ভিন্নধর্মী একটি গল্প। যার মূল চরিত্রটি আমাকে ঘিরেই। কাজ করে খুবই ভাল লেগেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ