1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

সংসদ টিভিতে চলবে মন্ত্রী-এমপিদের অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৩১ Time View

সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। অনুষ্ঠানে ]নিজ এলাকাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরবেন সংসদ সদস্যরা (এমপি)। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে পারবেন মন্ত্রী-এমপিদের স্বজনরাও। আর মন্ত্রীরা নিজ মন্ত্রণালয় নিয়ে পরিচালনা করবেন অনুষ্ঠান।

অধিবেশনের বাইরে আরো অনুষ্ঠান করার কথা ভাবছে ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন’-এর অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটি। আর এ ভাবনা থেকেই এসব পরিকল্পনা বেরিয়ে আসছে কমিটি থেকে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক আ স ম ফিরোজের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে কেবল সংসদ অধিবেশন সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশনের চ্যানেল সংসদ বাংলাদেশ।

কমিটির বৈঠকে এই টেলিভিশনে প্রচারের জন্য সম্ভাব্য অনুষ্ঠান বিষয়ে পরামর্শ ও প্রস্তাব সংসদ সদস্যদের কাছ থেকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সংসদ টেলিভিশনের জন্য অনুষ্ঠান নির্ধারণ, প্রচারকাল বৃদ্ধি ও অনুষ্ঠানের গুণগত মান এবং ভাবমূর্তি উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়। সংসদ টেলিভিশনে প্রচারের জন্য সম্ভাব্য অনুষ্ঠানমালার বিষয়ে সংসদ-সদস্যদের প্রস্তাব আহ্বান করে পত্র প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে কমিটির সভাপতি আ স ম ফিরোজ বলেন, “কীভাবে কার্যক্রম চালানো যায় এবং তা আরো গণমুখী করার বিষয়ে আলোচনা হয়েছে। সংসদ চলাকালীন ছাড়াও সংসদ সদস্য ও আমাদের ছেলে সন্তানদের নিয়ে কীভাবে অনুষ্ঠান পরিচালনা করা যায় এই প্রস্তাবনা সদস্যদের কাছ থেকে চাচ্ছি। যাতে এই টিভির মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে পারেন।”

সংসদ সদস্যরা কী ধরনের প্রস্তাব দেবেন জানতে চাইলে ফিরোজ বলেন, “আমরা তাদের খোলামেলা মতামত দিতে বলেছি যে কী কী অনুষ্ঠান পরিচালনা করা যায়। যাতে পরবর্তীতে পূর্ণাঙ্গ আলোচনা করা যায়।”

গণমাধ্যমের প্রতিনিধিদের মতামত নেয়া প্রসঙ্গে ফিরোজ বলেন, “এই মুহূর্তে সেভাবে কিছু আলোচনা হয়নি। তবে সংসদ সদস্যদের কাছ থেকে প্রস্তাব আসার পরই এই বিষয়ে আলোচনা করব। এরপর সিলেক্টেড কিছু সংসদ সদস্যকে নিয়ে আলোচনা করব এবং পদক্ষেপ নেব।”

কী কী অনুষ্ঠানের নীতিগত সিদ্ধান্ত রয়েছে কমিটির- এই প্রসঙ্গে ফিরোজ বলেন, “ছেলেমেয়েদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, গজল, কেরাত ইত্যাদি অনুষ্ঠান। আর এই ধরনের অনুষ্ঠান আমাদের ছেলেমেয়েদের দিয়ে করা যায় কি না, তা ছাড়া তারা হয়তো বাসায় করে তাই টেলিভিশনে এনে সুযোগ দেয়া যায় কি না।”

সংসদ সদস্যরা সংসদ টিভির অনুষ্ঠান পরিচালনা করতে পারবেন জানিয়ে আ স ম ফিরোজ বলেন, “সংসদ সদস্যদের পরিবারের লোকজন অংশ গ্রহণ করতে পারবেন। এ ছাড়া বিটিভিতে সব অনুষ্ঠান করানো যায় না। এ ছাড়া মন্ত্রণালয়ের নানান উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে শুধু মন্ত্রীরা নিজেই অনুষ্ঠান করতে পারবেন- এমনই সিদ্ধান্ত হয়েছে।”

বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনগণের কল্যাণে দেশের অগ্রগতি ও উন্নয়ন ত্বরান্বিত করার মাধ্যমে সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি, নীতিমালা ও পদক্ষেপ সম্পর্কিত প্রচার, সংসদ সম্পর্কিত কার্যক্রমের সাপ্তাহিক পরিক্রমা, সংসদীয় কমিটিগুলোর বৈঠক ও সুপারিশগুলোর ব্যাপারে জনসাধারণকে অবহিতকরণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জনগণের প্রত্যাশার প্রতি লক্ষ রেখে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা এবং উন্নয়নে জনপ্রতিনিধিদের ভূমিকা ও দায়িত্ব পালন অথবা তাঁদের ব্যক্তিগত জীবনযাপনের বিশেষ দিকগুলো জনগণের কাছে তুলে ধরার ব্যাপারেও মতামত ব্যক্ত করা হয়।

সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানকে আকর্ষণীয়, কার্যকর ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে অনুষ্ঠানসূচিতে অন্তর্ভুক্তিযোগ্য উপকরণ ও সংশ্লিষ্ট প্রয়োজনীয় বিষয়াদি সংবলিত একটি প্রস্তাব তৈরির জন্য তিন সদস্যবিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ