1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

মাহিয়া মাহির বিরতি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৭৮ Time View

ঢালিউডের নাম্বার ওয়ান নায়িকা মাহিয়া মাহি চলচ্চিত্রাভিনয় থেকে আপাতত বিরতিতে রয়েছেন। asdas98udiap[হাতে নতুন কোন ছবি নেই। নিজে ছবির প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করবেন বলে শোনা গেলেও এ বিষয়ে কোন উল্লেখযোগ্য অগ্রগতি নেই। তার আবিষ্কারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নতুন ছবির শুটিং শুরু করার পাশাপাশি একের পর এক ছবির ঘোষণা দিলেও তার কোনটাতেই মাহি নেই। আছেন নুসরাত ফারিয়া ও জুলির মতো নতুন নায়িকা। জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’ ছবিটিই আপাতত মাহির শেষ ছবি। নতুন কোন ছবির কাজ শুরু না হলে এই ছবি দিয়েই সাময়িকভাবে থেমে যাবে তার চলচ্চিত্র ক্যারিয়ার। তবে মাহি এখন ব্যস্ত বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের ঈদ অনুষ্ঠানমালার শুটিং নিয়ে। আরটিভির ‘ড্যান্স মাহি ড্যান্স’ এবং মাছরাঙার ‘স্টার নাইট’ নামে দু’টি অনুষ্ঠানের কাজ শেষ করেছেন মাহি। কিন্তু যে চলচ্চিত্র দিয়ে আজকের মাহিয়া মাহি, যে প্রতিষ্ঠান তাকে নিয়ে ১ ডজন ছবি বানিয়েছে, সেই প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এবং তার সহযোগী কোন প্রতিষ্ঠানের নতুন ছবিতে মাহি নেই। এই প্রতিষ্ঠান থেকে গত ঈদে তার অভিনীত ‘অগ্নি টু’ ছবিটি মুক্তি পেয়েছিল। বর্তমানে জাজ মাল্টিমিডিয়ার বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান থেকে নির্মিত হচ্ছে কলকাতার ওম ও ঢাকার জুলিকে নিয়ে ‘অঙ্গার’, সানজিদা তন্ময়কে নিয়ে ‘শেষ চুম্বন’, ঈদে মুক্তি পাবে মৌসুমী, অংকুশ ও নুসরাত ফারিয়াকে নিয়ে নির্মিত ‘আশিকী’। ঈদের পর আরেফিন শুভ ও নুসরাত ফারিয়াকে নিয়ে শুরু হবে ‘দাবানল’ (পূর্ব নাম- পুলিশগিরি)। চলচ্চিত্র শিল্পের প্রশ্ন তাহলে মাহির কি হবে। জাজ মাল্টিমিডিয়ার বাইরে মাহি মাত্র দু’টি ছবিতে অভিনয় করেছেন। একটি ‘বিগব্রাদার’, আরেকটি ‘ওয়ার্নিং’। দুটি ছবিই ব্যবসায়িকভাবে সাফল্য লাভে ব্যর্থ হয়েছে। অভিযোগ ছিল মাহি জাজের ছবির জন্য যতটা উদার, পরিশ্রমী, অন্যদের বেলায় তার উল্টো। ফলে নির্মাতাদের মধ্যে তাকে নিয়ে আগ্রহ অনেক কম। এমতাবস্থায় চলচ্চিত্র বিশ্লেষকরা মাহির চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে বড় রকমের শঙ্কা প্রকাশ করছেন। জাজ মাল্টিমিডিয়া যদি সহসাই মাহিকে নিয়ে নতুন ছবির কাজ শুরু না করেন কিংবা মাহি যদি জাজের বাইরে কোন ছবির কাজ শুরু না করতে পারেন তাহলে ‘অনেক দামে কেনা’ই হবে তার শেষ ছবি। মাত্র ১৫টি ছবিতে অভিনয় করে শীর্ষ নায়িকার খেতাব পাওয়া মাহির জন্য এটা হবে বড় রকমের দুঃসময়। আর চলচ্চিত্র শিল্পের জন্য দুসংবাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ