1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন

শুধুমাত্র সরকারিভাবে কর্মী যাবে মালয়েশিয়ায়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ১২৮ Time View

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, মালয়েশিয়ায় আপাততasd988asjdisa বেসরকারি খাতে জনবল পাঠানো হবে না। জনবল পাঠানো হবে সরকারিভাবে। এ ক্ষেত্রে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠনকে (বায়রা) এ কাজে সংযুক্ত করা যেতে পারে। আজ সোমবার সকালে মন্ত্রণালয়ে মালয়েশিয়া সরকারের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।
এর আগে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল শরিফউদ্দিন বিন কাশেমের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদলের সাথে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দারের নেতৃত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, দুই দেশের সরকারের মধ্যে চুক্তির ভিত্তিতে জিটুজি পদ্ধদিত মালয়েশিয়ায় লোক পাঠানো হত। আর এখন সরকার জিটুজি প্লাস পদ্ধতিতে জনবল পাঠাবে। তাছাড়া বেসরকারি পর্যায়ে লোক নিয়ে যাওয়ার প্রস্তাব নিয়ে মালয়েশিয়ার প্রতিনিধিদল আসেনি।
তিনি আরও বলেন, মাস খানেকের মধ্যে লোক পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। জিটুজি প্লাস পদ্ধতিতে একেক জন পাঠাতে ৬০ হাজার টাকা মতো খরচ হতে পারে। এখন শ্রমিক, চিকিৎসক, শিক্ষকসহ সব পর্যায়ের জনবল নেবে মালয়েশিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ