1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

ভারতের আগামী বাজেটে ভর্তুকি কমানোর চিন্তা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মার্চ, ২০১২
  • ১২৭ Time View

আগামী অর্থবছরের বাজেটে সরকারি ভর্তুকির বোঝা কমানোরে প্রস্তাব করেছেন ভারতের বাণিজ্যমন্ত্রী প্রণব মুখার্জি। সেই সঙ্গে রাজনৈতিক বাধার কারণে থেমে যাওয়া অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়া আরো বেগবান করার তাগিদ দিয়েছেন তিনি।

শুক্রবার লোকসভায় বাজেট বক্তৃতায় এসব কথা বলেন প্রণব।

সম্প্রতি তেলের উচ্চমূল্যের কারণে ভারতে জ্বালানি তেলের ওপর সরকারি ভর্তুকি জিডিপির প্রায় ২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত উঠে যায়। প্রণব মুখার্জি এই ভর্তুকি কমিয়ে ২ শতাংশে নামিয়ে আনার আহ্বান জানিয়েছেন। আগামী ১ এপ্রিল থেকে শুরু হওয়া অর্থবছরে এই সিদ্ধান্ত কার্যকর করার প্রস্তাব দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ভারত বর্তমানে চরম বাজেট ঘাটতিতে রয়েছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে জোট সরকারের অভ্যন্তরীণ কোন্দল এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি।

আগামী অর্থবছরে সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর ৩০ হাজার কোটি রুপি মূল্যমানের শেয়ার বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছেন প্রণব। চলতি অর্থবছরে ভারত সরকার শেয়ার বিক্রি করে ১৩ হাজার ৯শ’ কোটি রুপি সংগ্রহ করেছে, বাজেটে নির্ধারিত ৪০ হাজার কোটি রুপির চেয়ে যা অনেক কম।

এদিকে গত বুধবার ট্রেনের ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। গত আট বছরের মধ্যে এই প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নিল ভারত। শুধুমাত্র বাজেট ঘাটতি কমাতেই এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে সরকারকে।

প্রণব আশা করছেন, আগামী অর্থবছরে প্রবৃদ্ধি ৭ দশমকি ৬ পর্যন্ত হবে। চলতি অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৬ দশমিক ৯ শতাংশ যেখানে গত অর্থবছরে ছিল ৮ দশমিক ৪ শতাংশ।

তবে যাই হোক এবারের বাজেট যে ২০১৪ সালের সাধারণ নির্বাচনের কথা মাথায় রেখেই করা হবে তাতে সন্দেহ নেই। এছাড়া সরকারে দুর্নীতি ও সম্প্রতি উত্তর প্রদেশ নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেসের হার সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতার সৃষ্টি করেছে।

এসব কিছু ভেবে মনমোহন সিংয়ের সরকার সাবধানতার সঙ্গেই পদক্ষেপ নেবে। বাজেট ঘাটতি কমানো এবং গণমুখী বাজেট প্রণয়নই হবে এবারের বাজেটে মূল বিবেচ্য।

এদিকে অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটে নাজেহাল হলেও ভারত কিন্তু প্রতিরক্ষা বাজেট ঠিকই বাড়িয়েছে। ২০১২-১৩ অর্থবছরের জন্য প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে করেছে ৪ হাজার ২শ কোটি ডলার। স্থল, নৌ ও বিমান বাহিনীর আধুনিকায়নে এসব অর্থ খরচ করা হবে বলে শুক্রবার জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ