1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন

বিটিভিতে শহিদ আলমগীর ও ঈশানা জুটির ‘রাইফেল মফিজ’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৯৪ Time View

বিটিভির জন্য নির্মিত হয়েছে ধারবাহিক নাটক ‘রাইফেল মফিজ’। রাশেদা সাজ্জাদ’র রচনা ও a8usdjoaps[পরিচালায় নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন শহিদ আলমগীর। তার বিপরীতে অভিনয় করেছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার ঈশানা। নাটকের গল্পে দেখা যাবে মফিজের পূর্বপুরুশেসরা সবাই লাঠি হাতে সিকিউরিটি গার্ডের চাকরি করে। কিন্তু মফিজই কখনো লাঠি হাতে চাকরি করতে চায়না। মফিজ লালিকে (ঈশানা) ভালোবাসে। ঈশানার মায়ের কথা হলো কোনো লাঠি হাতে ডিউটি করা ছেলের হাতে মেয়েকে তুলে দেব না। যেদিন তুমি রাইফেল হাতে চাকরি করবা সেদিন লালিকে তোমার হাতে তুলে দেব। মফিজ একদিন ঠিকই রাইফেল হাতে চাকরি পায় এবং ব্যান্ড পার্টি নিয়ে গ্রামে আসে। লালির সঙ্গে মফিজের যখন বিয়ে ঠিক হয় তখনই লালির মায়ের কানে খবর আসে মফিজ রাইফেল পাইছে ঠিকইা কিন্তু গুলি পায়নি। মফিজর স্বপ্ন মাটির সঙ্গে মিশে যায়। এমনিই চমৎকার একটি গল্প নিয়ে তৈরি হয়েছে ‘রাইফেল মফিজ’ ব্যতিক্রমধর্মী এই ধারাবাহিক নাটক ‘রাইফেল মফিজ’ প্রতি শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে। অন্যান্য গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- মাসুম আজিজ, আরমান পারভেজ মুরাদ, সমু চৌধুরী, লিটু আনাম, আরফান, কল্যান কোরাইয়া, তানজিকা, হোমায়রা হিমু, আয়েশা সালমা মুক্তি, মাসুদ আলী খান, শবনম পারভীন, রফিজুল আনোয়ার লিঙ্কন প্রমূখ।
নাটকটি সম্পর্কে ঈশানা বলেন, ‘রাইফেল মফিজ’ নাটকে ‘লালি’ চরিত্রটি আমার কাছে স্বপ্নের মতো মনে হয়েছে। অনেকদিন পর ভালোগল্পে কাজ করলাম। আশা করি দর্শক নাটকটি ভালোভাবে গ্রহণ করবে। নাটকটি সম্পর্কে শহিদ আলমগীর বলেন, ‘রাইফেল মফিজ’ নাটকে ‘মফিজ’ চরিত্রটি আমার কাছে চ্যালেঞ্জিং চরিত্র ছিল। গল্পটির মূল পরিকল্পনায় ছিলেন জনপ্রিয় নাট্যকার সাজ্জাদ হোসেন দোদুল। ডেইলিসোপ ‘সংঘাত’-এর ব্যস্ততার কারণে কয়েকটি পর্ব করার পর দায়িত্ব দেয়া হয় তারই সহধর্মিনী রাশেদা সাজ্জাদ-এর উপর। তিনি পরম যতেœ নাটকটি নির্মাণ করেছেন। কো আর্টিস্ট হিসেবে ঈশানা ও অন্যান্য শিল্পীদের কাছ থেকে আমি অনেক সহযোগিতা পেয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ