পুনরায় বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন কিং খান নামে খ্যাত শাহরুখ খান এবং সুপার হট অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ‘যব তক হ্যায় জান’-এর পরে আর কোন মুভিতে তাদের একসাথে অভিনয় করতে দেখা যায়নি। এই দুর্দান্ত জুটিকে একসাথে দেখা যাবে আনন্দ লাল রাইয়ের পরের ছবিতে।
নায়ক হিসেবে প্রথমে সালমানকেই চেয়েছিলেন ছবিটির পরিচালক। কিন্তু সালমানের অনাগ্রহের কারনে শাহরুখকেই ছবির প্রস্তাব দেন মি. লাল।
তবে তিনি এখনও পর্যন্ত ছবির কাজ শুরু করতে পারেননি। এর কারণ হিসেবে তিনি দেখিয়েছেন ‘বার বার দেখো’ ছবির স্যুটিংয়ের জন্য ক্যাটরিনার দেশের বাইরে থাকাকেই । ফলে শুটিংয়ে স্ক্রিপ্ট রিডিং সেশনের জন্য কোনভাবেই সময় দিতে পারছেন না ক্যাট। সুতরাং, পরিচালক আনন্দ লালকে ছবিটি স্যুটিং শুরুর জন্য অপেক্ষা করতে হবে ক্যাট ফিরে না আসা পর্যন্ত ।