1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন

স্বীকৃতির পাশে শিল্পীসমাজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৬৭ Time View

দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছেন সংগীতশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। গত ২৪ আগস্ট শারীরিক অসুস্থতা নিয়ে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তার রক্তের বিভিন্ন পরীক্ষার পর ডাক্তাররা জানান, স্বীকৃতি ক্যানসারে আক্রান্ত। চিকিৎসকরা আরও জানান, একমাত্র উন্নত চিকিৎসার মাধ্যমে এ মরণব্যাধির কবল থেকে হয়তো মুক্তি পেতে পারেন তিনি। এমতাবস্থায় সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলসহ এরই মধ্যে সংগীতাঙ্গনের অনেকেই স্বীকৃতির as09diadasdasপাশে এসে দাঁড়িয়েছেন। আহমেদ ইমতিয়াজ বুলবুল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘স্বীকৃতি, তুমি ভেঙে পড়ো না, তুমি কেঁদো না। দেখো, তোমার ফেসবুক বন্ধুরা তোমার রোগমুক্তির জন্য দোয়া করছেন। নিশ্চয়ই তুমি দুই মাসের মধ্যে সুস্থ হয়ে উঠবে। আবারও লাখো দর্শক-শ্রোতার সামনে তুমি গান করবে।’ আসিফ আকবর লিখেছেন, সুকণ্ঠী সংগীতশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। দুরারোগ্য ব্যাধি ‘লিম্ফোমা’ ক্যানসারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। স্বীকৃতির শরীরে রক্ত দেয়া যায় না, প্লাটিলেট দিতে হয়। এর চেয়ে ভাল ডাক্তাররাই বলতে পারবেন। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তার এ জটিল রোগ ধরা পড়ে। হাসপাতাল থেকেই স্বীকৃতি আমাকে ইনবক্সে লিখেছে- ‘বন্ধু আমাকে বাঁচাও।’ তখন থেকেই ওর সঙ্গে কথা বলার সাহস পাচ্ছি না। বাঁচানোর মালিক মহান আল্লাহ। স্বীকৃতি ইন্ডাস্ট্রির সবচেয়ে লক্ষ্মী মেয়েদের একজন, অত্যন্ত উঁচুমানের সংগীতশিল্পী। চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠাতে হবে। ব্যয়বহুল হলেও অসম্ভব নয়। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে স্বীকৃতির পাশে দাঁড়িয়েছি। আশা করি ওর চিকিৎসা
সফলভাবেই সম্পাদিত হবে। আপনাদের সবার দোয়া চাই, আপনারা সবাই দোয়া করুন স্বীকৃতির জন্য, সে যেন সুস্থভাবে আমাদের মধ্যে ফিরে আসে। আমিন। এ ছাড়া, ফেসবুকের মাধ্যমে শিল্পী এন্ড্রু কিশোর, সংগীত পরিচালক শওকত আলী ইমনসহ অনেকেই স্বীকৃতির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, বাজারে স্বীকৃতির আধুনিক গানের ৮টি একক এলবাম, অসংখ্য মিশ্র এলবাম রয়েছে। চলচ্চিত্রেও অসংখ্য ছবিতে প্লেব্যাক করেছেন এ শিল্পী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ