1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

শুক্রবার ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রে মনিপুরি ও ভারত নাট্যম অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০১৫
  • ২০১ Time View

আগামী ০৪ সেপটেম্বর শুক্রবার ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রে ভারত নাট্যম ও মনিপুরি নাচের আয়োজন করেছে। ভারত নাট্যম পরিবেশন করবেন ‘অমিত চৌধুরী’ এবং মনিপুরি নাচের জন্য অংশ নিবেন ‘শ্রীমতি সুইটি দাস’। ঢাকার গুলশানে অবস্থিত ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রে আগামী শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি শুরু হবে।sadasdas
অমিত চৌধুরী ২০১০ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ক্লাসিক্যাল ভারত নাট্যমের উপর মাস্টার্স ডিগ্রী লাভ করেন। তিনি গত ৩ বছর যাবত ‘সাধনা’ নামে বাংলাদেশের একটি অন্যতম সংস্কৃতি সংগঠনের কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন। শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয়ের ক্রিয়েটিভ টেকনোলজি নৃত্য বিভাগের একজন সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটারের বিভাগের একজন অতিথি শিক্ষক। তিনি কলাপাতারু নৃত্য স্কুলে শিক্ষকতাও করছেন। অমিত চৌধুরী সাধনা থেকে ‘মায়ার খেলা’, ‘ফায়ারফ্লাই’ এবং ‘আমি আমাদের অঙ্গনে’ নামের বিখ্যাত রবীন্দ্র নৃত্তে অংশগ্রহন করেছেন। তিনি সাধনা থেকে শান্তিনিকেতন ও দিল্লিতে রবিন্দ্রনাথের ‘তাশের দেশ’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। ২০১০ সালে মুম্বাইতে ৪৯তম কাল-কি-কালাকার অনুষ্ঠানে ‘শৃঙ্গার মনি’ উপাধিতে ভূষিত করা হয় তাকে। তিনি পশ্চিমবঙ্গের নৃত্য গ্রুপ আয়োজিত ‘স্টার্স অব টুমরো’-তে অংশগ্রহন করেছেন। এছাড়াও তিনি বেঙ্গল ফাউন্ডেশন কর্তৃক আযয়োজিত বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল-এ অংশগ্রহন করেছেন। অন্যদিকে সুইটি দাস মণিপুরী নৃত্যশিল্পী। তিনিও সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেণিতে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। একই বছর তিনি সংস্কৃতি মন্ত্রনালয় থেকে মনিপুরি নাচের উপর বৃত্তি লাভ করেন। ২০০৫ সালে তিনি মমতা শঙ্কর ব্যালে দল (উদয়ন) থেকে একটি উর্ধ্বতন কোর্র্স সম্পন্ন করেন। তিনি কলকাতায় অনেক কর্মশালাতে অংশগ্রহণ করেছেন। কলাবতি দেবী এবং তার মেয়ে বিম্বতি দেবীর পরিচালনায় ‘নার্তকলা নৃত্য কেন্দ্রের’ একজন সদস্য তিনি। সুইটি দাস ‘নৃত্তাঙ্গন’ নামের একটি নৃত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, যেখানে মণিপুরী নৃত্য ও ব্যালে উভয় শেখানো হয়।
উল্লেখ্য, ভারত নাট্যম ও মনিপুরি নাচের অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে (আমন্ত্রণ পাস সংগ্রহ করার
কোন প্রয়োজন নেই)।
ঠিকানা:
ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র, বাড়ি নং:৩৫, রোড নং:২৪, গুলশান-১, ঢাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ