1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

এবার সনির নতুন স্মার্টফোন জেড-৫ এর তথ্য ফাঁস!

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০১৫
  • ১৯৬ Time View

শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের ও গুগল পর এবার সনি’র নতুন স্মার্টফোনের তথ্য অনলাইনে ফাঁসের ঘটনা ঘটেছে! বেশ কিছুদিন থেকেই অনলাইন দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে কী হতে যাচ্ছে সনি’র পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন। সম্প্রতি এক টুইটার uanksdjansdপোস্ট থেকে জানা যায় একটি নয় বরং তিনটি ভার্সনে উন্মুক্ত করা হবে সনির পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন জেড-৫। প্রথমটা ক্লাসিক জেড-৫, পরেরটা জেড-৫ কম্প্যাক্ট এবং সর্বশেষ ভার্সনটি নিয়ে একটু সংশয় থাকলেও ধারণা করা হচ্ছে ফোনটির নাম হবে জেড-৫ প্রিমিয়াম অথবা জেড-৫ প্লাস।
আগের মত এ ফোনগুলোতে চকচকে কাঁচের মত ডিজাইন থাকছে না বরং ফোনগুলোর ডিজাইন করা হয়েছে ধাতু এবং কাঁচের সমন্বয়ে।
সনি তাদের স্মার্টফোন ব্যবসায় নতুন কিছু দিতে না পারায় প্রতিনিয়তই কিছু না কিছু ব্যবহারকারী হারাচ্ছে। আর এবার সে দুঃখ ঘোচাতেই সনি তাদের আগত স্মার্টফোনগুলোতে যুক্ত করতে যাচ্ছে অত্যন্ত চমকপ্রদ কিছু ফিচার এবং হার্ডওয়্যার।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী সংক্ষিপ্ত ফিচার তালিকা:
সনির ২৩ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর
হাতের ডান দিকে থাকা পাওয়ার বাটনের সাথে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর!
উল্লেখিত ২ টি ফিচার ৩ টি ভার্সনের প্রতিটিতেই থাকবে বলে ধারণা করা হচ্ছে। আর ভার্সনভেদে প্রতিটিতে থাকছে আলাদা আলাদা ফিচার।
ক্লাসিক জেড৫
৫.২ ইঞ্চি ১০৮০ পিক্সেল স্ক্রিন
জেড৫ কম্প্যাক্ট
৪.৬ ইঞ্চি ৭২০ পিক্সেল স্ক্রিন
জেড৫ প্রিমিয়াম/প্লাস
৫.৫ ইঞ্চি স্ক্রিন কিন্তু এক্ষেত্রে যে ফিচারটা সবাইকে হতবাক করে দিয়েছে তা হলো ফোনটির স্ক্রিন রেজ্যুলেশন। বলা হচ্ছে ফোনটিতে যুক্ত করা হয়েছে সনির আলট্রা হাইডেফিনেশন প্রযুক্তির ৪ কে ডিসপ্লে! সম্ভবত এই ফোনটিকেই আপনি গুগলের কার্ডবোর্ড ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের ভেতর ঢোকাতে চাইবেন।
আগামী সেপ্টেম্বরের ২ তারিখ থেকে শুরু হতে যাওয়া আইএফএ ইলেক্ট্রনিক্স শো’তে সনি আর কি কি প্রযুক্তি উন্মোচন করে এটাই এখন দেখার অপেক্ষা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ