1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

বিবাহ বিচ্ছেদের গুজব অস্বীকার করলেন জন আব্রাহাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫
  • ১৫৮ Time View

বিবাহ বিচ্ছেদ গুজব সম্পর্কে প্রথমবারের মতো মুখ খুললেন বলিউডের হট অভিনেতা জন আব্রাহাম। স্ত্রী প্রিয়া রাঞ্চালের সঙ্গে সম্পর্কের শিথিলতার বিষয়টি অস্বীকার করেছেন তিনি। বিবাহিত জীবনে সুখে আছেন বলেও জানালেন এই অভিনেতা।asojdaosdl
সম্প্রতি জন বলেন, ‘আমার স্বর্গে সব কিছুই চমৎকার আছে। এটাই সঠিক তথ্য। মানুষের আজেবাজে কথায় আমি অস্বস্তি বোধ করি। আমার সংসার স্বর্গে সব কিছুই সুন্দর।’
জন আরো বলেন, ‘আমি একটি কমেডি ছবির কাজ করছিলাম কিন্তু আমি জানতাম না আমার জীবনের বাইরেও কমেডি ঘটে যাচ্ছে। গুজব ছড়ানো বন্ধ করুন। এমন কিছুই ঘটছে না। সব কিছুই ঠিকঠাক আছে।’
জন মনে করেন, বিয়ে বিচ্ছেদ প্রসঙ্গে তার নিরবতাকে স্বীকারোক্তি ভেবে মানুষ ভুল করছে।
২০১৩-এ ফিনান্সিয়াল কনসালট্যান্ট প্রিয়া রাঞ্চলকে বিয়ে করেন জন আব্রাহাম। দু’জনের বৈবাহিক জীবন যে সুখের নয়, সে খবর শোনা গিয়েছিল আগেই। তবে জন কোনও সময়ে তার ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করেননি। কিন্তু ডিভোর্সের খবরে আর চুপ করে থাকলেন না এই অভিনেতা। নিজের বিবাহিত জীবনকে স্বর্গের সঙ্গে তুলনা করে তিনি জানান, চুপ থাকার অর্থ এই নয় যে, যে যার খুশি মতো তাঁর সম্পর্কে মন্তব্য করবে।
প্রসঙ্গত, বিপাশা বসুর সঙ্গে বিচ্ছেদের পর পেশায় ব্যাংকার প্রিয়া রাঞ্চালকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করেন জন আব্রাহাম। ২০১৪ সালের জানুয়ারী মাসে হঠাৎ করেই আনুষ্ঠানিক বিয়ের কথা জানান জন। কিন্তু বিয়ের দেড় বছরের মাথায় তাদের দাম্পত্য সম্পর্কে ভাঙনের গুজব ওঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ